কে বারণ করছে, পাকিস্তানের থেকে কাশ্মীরের অংশ ফেরানোর দাবি করুন। জম্মু ও কাশ্মীর বিধানসভায় বৃহস্পতিবার একথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।
বিধানসভার বিতর্কে জবাবী ভাষণে আবদুল্লা বিজেপি-কে বলেছেন, সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে না কমেছে সন্ত্রাসবাদের বিপদ, না কমেছে দুর্নীতি। বরং, এ রাজ্যের মানুষের জমি বেহাত করার সুযোগ খুলে দেওয়া হয়েছে।
লন্ডন সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মত জানিয়েছেন আবদুল্লা। লন্ডনে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে জয়শঙ্কর বলেছেন যে কাশ্মীর সমস্যার সমাধান তখনই হবে যখন চুরি করে নেওয়া অংশ ভারত ফেরাতে পারবে।
এই প্রসঙ্গে তুলে আবদুল্লা বলেন, ‘‘ফিরিয়ে আনার দাবি তুলতে কে বারণ করছে আপনাদের?’’ হিন্দিতে বলেছেন, ‘‘চলিয়ে এক হিস্সা পাকিস্তান কে পাস হ্যায়। হামনে কভি কাঁহা কী মত লাও (একটা অংশ পাকিস্তানের হাতে রয়েছে ঠিক। আমরা কখনও বলেছি ফিরিয়ে না আনতে)?’’
ওমর আবদুল্লা বলেছেন, ‘‘কারগিল যুদ্ধের সময়ই এই দাবি তোলা যেত। ঠিক আছে, তখন হয়নি কিন্তু এখন তো হতেই পারে।’’ আবদুল্লার সংযোজন, ‘‘কিন্তু কাশ্মীরের একটি অংশ চীনের কাছেও রয়েছে। সে কথা কেন বলা হচ্ছে না? চীনের থেকেও কাশ্মীরের সেই অংশ ফেরানোর দাবি তুলুন।’’
Omar Abdullah
কাশ্মীরের অংশ ফেরাতে বারণ করছে কে? জয়শঙ্করকে ওমর

×
Comments :0