উত্তর ২৪পরগনার স্বরূপনগরে শুট আউট কান্ডে অবশেষে গ্রেপ্তার তৃণমূল আশ্রিত কুখ্যাত দুষ্কৃতী ফজলুল মণ্ডল। সে বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর পশ্চিম পাড়ার বাসিন্দা। ধৃতকে ৭দিনের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। উল্লেখ্য বুধবার সাতসকালে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দত্তপাড়ায় রাজপথে শুট আউট মৃত্যু হয় ইসারুল গাজির(৩২)। এই ব্যাপারে তদন্ত নেমে এলাকার বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ তল্লাশি করে ফজলু মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তার বাড়ি বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর পশ্চিম পাড়ায়। পিতা ফকির আহমেদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত ফজলুল। অতীতে একাধিক জামিন অযোগ্য ধারায় বহুবার গ্রেপ্তার হয় এবং জেল খাটে। প্রতিটি নির্বাচনে শাসকদলের হয়ে সামনের সারিতে থেকে বুথ দখল করে ছাপ্পা ভোট দিতে দেখা গেছে অপরাধ জগতে সিদ্ধহস্ত এই ফজলুলকে।
Comments :0