রাজ্যসভায় মণিপুর নিয়ে আলোচনায় রাজি সরকার। সোমবার অধিবেশনের শুরুতে একথা জানিয়েছেন রাজ্যসভায় বিজেপির দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। রাজ্যসভায় গোয়েল বলেন, ‘‘আমরা চাই মণিপুর নিয়ে বেলা ২ থেকে রাজ্যসভায় আলোচনা হোক। সরকার আলোচনার জন্য তৈরি। বিরোধীরা ইতিমধ্যে অধিবেশনের ন‘দিন নষ্ট করেছেন।’’
বিরোধীদের দাবি রাজ্যসভার রুল ২৬৭ র ভিত্তিতে আলোচনা করতে হবে মণিপুর নিয়ে। সরকার পক্ষ তা মানতে নারাজ।
মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী বিবৃতি দিক। বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই এই একটাই দাবি করে আসা হচ্ছিল বিরোধীদের পক্ষ থেকে। সরকার তাতে কোন গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী যাতে মণিপুর নিয়ে বিবৃতি দেন তার জন্য অনাস্থা প্রস্তাব এনেছে ’ইন্ডিয়া’। ২৬ জুলাই সেই প্রস্তাব আনা হলেও তার ভিত্তিতে কবে আলোচনা হবে তার দিন এখনও ঠিক হয়নি। এই পরিস্থিতিতে নিজেদের দাব ঢাকতে বিরোধীদের ওপর অধিবেশন না চলতে দেওয়ার অভিযোগ তুলছে কেন্দ্রীয় সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিঞ্জানের এক অধ্যাপক বলেন, ‘‘অনাস্থা নিয়ে এই সরকারের কোন চিন্তাই নেই। কারণ তারা জানে ফলাফল কি হবে। বিরোধীরাও জানে। তবে এটা ভাবতে অবাক লাগে যে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে বাধ্য করার জন্য অনাস্থা আনা হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী যদি বিরোধীদের দাবি মেনে বিবৃতি দিতেন তাহলে অধিবেশনের কোন ক্ষতি হতো না। একটা গোটা রাজ্য জ্বলছে প্রধানমন্ত্রীকে তো বিবৃতি দিতেই হবে।’’
উল্লেখ্য প্রথম দিকে আলোচনায় রাজি না থাকলেও পরবর্তী সময় চাপে পড়ে আলোচনায় যাওয়ার কথা জানাতে বাধ্য হয় কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জানান যে তিনি মনিপুর নিয়ে বিবৃতি দিতে তৈরি লোকসভায়। বিরোধীরা তাতে রাজি হননি। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে প্রধানমন্ত্রীকেই বিবৃতি দিতে হবে এই বিষয়।
Comments :0