Subiresh Bhattacharya

জামিনের আবেদন খারিজ সুবীরেশের

রাজ্য

আদালতে ফের খারিজ সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন। এদিন কলকাতা হাই কোর্টে  এসএসসি দূর্নীতি মামলায় ধৃত সুবীরেশের জামিনের আবেদন তার আইনজীবী। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে সুবীরেশের জামিনের শুনানি ছিল বুধবার। সুবীরেশের পক্ষ থেকে আইনজীবী বলেন যে সুবীরেশ এসএসসি চেয়ারম্যান  থাকাকালীন এই দূর্নীতি হয়নি। 

উল্লেখ্য সিবিআই’র চার্জশিটে বলা হয়েছে যে সুবীরেশের নির্দেশেই ওএমআর শিটে নম্বর বাড়ানো হয়েছে। এদিন আদালতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীকে ভর্ৎসনা করে বলেন যে, এই দূর্নীতির দায় কোন ভাবে সুবীরেশ ভট্টাচার্য এড়িয়ে যেতে পারেন না। তারা আরও বলেন যে শিক্ষক নিয়োগের দূর্নীতির মাধ্যমে সমাজের সাথে বেইমানি করা হয়েছে।  

এদিন সুবীরেশ ভট্টাচার্যের ভাগ্নে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। দূর্নীতি মামলায় তাকে তলব করেছে সিবিআই।

Comments :0

Login to leave a comment