Hockey India

হরমনপ্রীতকে চিন্তায় রাখছে অহেতুক কার্ড দেখা

খেলা

Hockey India

নতুন বছরের হকি বিশ্বকাপ। তার দু’মাস আগে এফআইএইচ প্রো লিগে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় দলের। কলিঙ্গ স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৭-৪ গোলে হারিয়েছে ভারত। পরের ম্যাচে স্পেনের বিরুদ্ধে ৩-১ জিতেছে হরমনপ্রীত সিংরা। টানা দু’ম্যাচ জয়। তবুও হরমনপ্রীতকে চিন্তায় রাখছে অহেতুক কার্ড দেখা। সেটাই এড়ানোর জন্য সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। 
হরমনপ্রীতের কথায়, ‘দল ভালো খেললেও আমাদের কার্ড দেখা এড়াতে হবে। কারণ, আমরা যদি একজন খেলোয়াড়কে হারায়, মানে একজন প্লেয়ার কমে খেলি, তাহলে বাকিদের বেশি দৌড়াতে হবে। আমরা নির্দিষ্ট একটা ফর্মেশন খেলার চেষ্টা করি, সেভাবেই প্রস্তুতি নি। কার্ড দেখার ফলে যদি একজন কম নিয়ে খেলতে হয়। তবুও রক্ষন জমাট রাখতে পারবো। কিন্তু অযথা কার্ড দেখা এড়াতে হবে আমাদের।’
নিউজিল্যান্ড ও স্পেনের বিরুদ্ধে জেতায় দল পর্যাপ্ত আত্মবিশ্বাস সংগ্রহ করেছে। হরমনপ্রীতের কথায়, ‘এই দু’টি ম্যাচ থেকে খেলোয়াড় যে ধরনের আত্মবিশ্বাস পেয়েছে, তাতে চাপের ম্যাচগুলিতে কাজে লাগবে। আমরা এ সব ম্যাচে যা ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হবে।’

Comments :0

Login to leave a comment