রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে এবার বস্তা ভর্তি ভুয়াভোটার কার্ড উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য। রাজ্য আলাদা, কিন্তু ভোটার কার্ডের নম্বর এক! এমন ভোটার কার্ড প্রকাশ্যে এনে একাধিক রাজনৈতিক দল ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছে। সেই ভুয়ো ভোটার রুখতে কিছু ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য জুড়ে যখন ভুয়ো ভোটার নিয়ে তোলপাড় চলছে, তখন নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ২৪নং ওয়ার্ডের গুপ্তিপাড়া ফেরিঘাট যাওয়ার রাস্তার পাশের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল বস্তা বস্তা ভোটার কার্ড। জানা যায়, বৃহস্পতিবার সকালে পথচলতি মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভোটার কার্ড গুলি দেখতে পান। কিছু মানুষ শান্তিপুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে কার্ডগুলিকে নিয়ে যায়। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির অধিকাংশই উত্তর ২৪ পরগনা, হুগলী এবং অনান্য জেলার বলে জানা গেছে।
ভোটার কর্ডগুলি এখানে কিভাবে এল বা কারা নিয়ে আসল এই নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যেই উঠছে প্রশ্ন। জানা গেছে অন্তত চারটি ভোটার কার্ড ভর্রি বস্তা পড়েছিল সেখানে। স্থানীয়রাই খবর দেন থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকার এক বাসিন্দার বক্তব্য ভোটার কার্ড তো প্রত্যেক মানুষের বাড়িতে থাকার কথা। এই কার্ড এখানে কিভাবে এল আমরা বুঝতে পারছি না। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি বৈধ ভোটার কার্ড কিনা, নাকি ভুয়ো সেই বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কি করে এত ভোটার কার্ড এখানে এলো তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Voter Card
বস্তা ভর্তি ভোটার কার্ড উদ্ধারে চাঞ্চল্য শন্তিপুরে

×
Comments :0