IIT kahragpur student ragging suicide

র‌্যাগিংয়েই মৃত্যু ফয়াজের, আইআইটিকে ভর্ৎসনা আদালতের    

কলকাতা

ছাত্র মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টের কড়া সমালোচনার মুখে পড়ল রাজ্যের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। র‌্যাগিংয়ের কারনেই আত্মহত্যা করেছে ফয়াজ আহমেদ নামে ২৩ বছরের আইআইটি খরগপুড়ের মেকানক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, পর্যালোচনা আদালতের। বৃহষ্পতিবার আদালত আসামের ছাত্র ফয়াজের মৃত্যু প্রসঙ্গে বলে যে আদালতের সামনে র‌্যাগিং হয়েছে বলে যথেষ্ট প্রমান রয়েছে। কিন্তু কতৃপক্ষ কি করছিল বলে ভর্ৎসনা করেন বিচারপতি। সেই সঙ্গে আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশও দেন তিনি। আইআইটি চত্বরে আদও র‌্যাগিং নিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানা হয় কি না তাও পুলিশকে ক্ষতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত গত ১৪ অক্টোবর আইআইটি হোষ্টেল চত্বর থেকে ফয়াজ আহমেদ নামে ওই পড়ুয়ার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। তারপরেই তার পরিবার অভিযোগ করে র‌্যাগিং করা হয়েছিল ফয়াজকে। ওই ঘটনায় সে যথেষ্ট অপমানিতও হয়েছিল বলে দাবি পরিবারের। এমনকি বন্ধুরাও তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। মানষিক চাপেই সে আত্মহত্যা করে বলে আদালতে জানায় পরিবার, পুরনো ফেসবুক পোষ্টও আদালতে জমা করে পরিবার। শুনানী শেষে আইআইটি কর্তৃপক্ষকে অবিলম্বে ফয়াজকে যারা র‌্যাগিং করেছিল সেই পড়ুয়াদের চহ্নিত করার নির্দেশ দিয়েছে আদালত।

Comments :0

Login to leave a comment