হুগলির মগড়া বাঁশবেড়িয়ায় আয়কর হানা। এক যোগে একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশি আয়কর দপ্তরের। তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস, বৈদ্যনাথ সাহা(বৈদ্য), সত্যরঞ্জন শীল(সোনা), দিলপ্রীত সিং, অভিজিৎ ঘট(টিংকু) সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে তল্লাসী। শুক্রবার সকালে আয়কর দপ্তরের একাধিক দল মগড়া ও বাঁশবেড়িয়ায় ব্যবসায়ীদের ঠিকানায় হানা দেয়। সিআরপিএফ সঙ্গে নিয়ে তল্লাশি ও জিঞ্জাসাবাদ শুরু করে। যে সকল ব্যবসায়ীর বাড়িতে হানা চলছে এরা সকলেই ইটভাটা, কয়লা, বালি , মাটি সহ ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়াও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।
তৃণমূলের ফাইনান্সার এই সব ব্যবসায়ীরা দুর্নীতির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ।
মগড়ার সিপিআই(এম) নেতৃত্ব জানান, '' যেখানে তল্লাশি চলছে তারা বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত। এরা নিজেদের তৃণমূল কর্মী বললেও এরা প্রচুর কালো টাকার মালিক। এদের অবৈধ অর্থই তৃণমূল ভোট পরিচালনা করে। সিপিআই(এম) মনে করে এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। দেখতে হবে কোন বোঝা পড়া কেন্দ্রীয় সংস্থার সাথে না হয়ে যায়। পুরো তদন্ত হওয়া উচিত এবং দোষীদের শাস্তি হওয়া উচিত। জনগণ এদের সম্পর্কে জানে এবং আমরাও বহু মিটিং মিছিলে এদের সম্পর্কে বলে এসেছি। এদের জীবনযাত্রা এবং অর্থনৈতিক উন্নয়ন সবটাই বেআইনি।
Comments :0