Indane LPG

বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন চালু করছে ইন্ডেন এলপিজি

জাতীয়

রান্নার গ্যাসের ভর্তুকি পেতে আবার দাঁড়াতে হবে লাইনে। ইন্ডেন এলপিজি সংস্থার নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করবেন তারা। এর পাশাপাশি গ্যাস দিতে গিয়ে গ্রাহকের মুখের ছবিও তুলবেন ডিলিভারি ম্যানরা। তবে এই কাজ পুরোপুরি হবে ডিলারদের মাধ্যমে। কিন্তু কেন এই সিদ্ধান্ত তা জানায়নি সংস্থা। তবে সূত্রের খবর প্রথম উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকদের জন্য এই কাজ শুরু হলেও পরবর্তী সময় সব গ্রাহকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

Comments :0

Login to leave a comment