Para Olympic

প্রবীণ ও সীমার হাত ধরে বাড়লো ভারতের পদক সংখ্যা

খেলা

এই বছরে ভারতের প্যারালিম্পিকের পদকসংখ্যা যেনো সবাইকেই হার মানাচ্ছে। প্রবীণ কুমার ও হোকাতো সীমা জিতলেন সোনা ও ব্রোঞ্জ পদক। 

পুরুষদের টি ৬৪ হাই জাম্পের ইভেন্টে দেশের হয়ে প্যারালিম্পিকের ষষ্ঠ সোনা জিতলেন ২১ বছরের প্রবীণ কুমার। তিনি জাম্প  করেন ২.০৮ মিটার । ২০২১ এ টোকিও প্যারালিম্পিকে ২.০৭  মিটারের জাম্পে জিতেছিলেন রুপোর পদক। উত্তরপ্রদেশের নয়ডায় প্রবীণের  জন্মকাল থেকেই তার একটি পা অপরটির থেকে সামান্য ছোট ছিল। প্রচুর পরিশ্রমের মাধ্যমে নিজেকে আজ এই স্তরে নিয়ে আসতে পেরেছেন। ২০২২ সালের এশিয়ান গেমসে ২.০৭ মিটারের রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছিলেন এই প্রবীণ। 

এছাড়াও শনিবার রাতে পুরুষের শটপাট এফ ৫৭ ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন হোকাতো সীমা । বছর ৪০ এর দিমারপুরের সীমা এর আগে হ্যাংজহু প্যারা গেমসেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সেখানে তিনি ১৪ . ৪৯ মিটারের দূরত্বে শটপাট ছুঁড়ে জিতে নিয়েছিলেন ব্রোঞ্জ পদক। প্যারিসে তিনি ছোড়েন ১৪ . ৬৫ মিটারের দূরত্বে। প্রবীণ ও সীমার দৌলতে প্যারালিম্পিকের পদকসংখ্য গিয়ে দাঁড়ালো ২৭ টি । যার মধ্যে ৬ টি সোনা , ৯ টি রূপো এবং ১২ টি ব্রোঞ্জ পদক । ভারত আপাতত পদক জয়ের তালিকায় ১৭ নম্বরে উঠে এসেছে।

Comments :0

Login to leave a comment