সামনে এল ২০২৩-২৪ আইএসএল’র প্রথম দফার সূচি। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তরের খেলা। কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রথম ম্যাচ যথাক্রমে ২৫ এবং ২৩ সেপ্টেম্বর। আইএসএল’র প্রথম দফায় ডার্বি ম্যাচ হবে ২৮ অক্টোবর। অধিকাংশ ম্যাচ রাত ৮টায় হলেও কয়েকটি ম্যাচ বিকেল ৫:৩০ থেকে হবে।
সূচি অনুযায়ী, মোহনবাগানের প্রথম ম্যাচ রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে। গত মরশুমে আইলিগ জয়ের ফলে আইএসএলের ছাড়পত্র পেয়েছে পাঞ্জাব। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে জামশেদপুর এফসি’র।
যদিও টানা ম্যাচ খেলা হবেনা আইএসএল-এ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য লিগের খেলা ৯-২০ অক্টোবর এবং ৮-২৪ নভেম্বরের মধ্যবর্তী সময়ে বন্ধ থাকবে। মাসে সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলতে হবে দলগুলিকে। এবারের আইএসএলে ১১টি শহরের মোট ১২টি দল অংশ নিচ্ছে। খেলা সরাসরি দেখা যাবে স্পোর্টস-১৮ চ্যানেল এবং জিও সিনেমা অ্যাপে।
Comments :0