ISRAEL PALESTINE CONFLICT

গাজাকে প্যালেস্তিনীয় শূন্য করতে চাইছে ইজরায়েল, আশঙ্কা একাধিক মহলের

আন্তর্জাতিক

israel palestine conflict hamas usa israel iran india bengali news

গাজা ভূখণ্ডকে প্যালেস্তিনীয় শূন্য করার ছক কষে থাকতে পারে ইজরায়েল আমেরিকার লস এঞ্জেলেস টাইমসের নিবন্ধে এমন আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের প্যালেস্তাইন বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি। 

গাজার মোট জনসংখ্যা ২৩ লক্ষের আশেপাশে। তাঁদের বড় অংশ থাকতেন গাজা শহর এবং উত্তর গাজায়। গাজাকে হামাসমুক্ত করার অজুহাতে ১৯ লক্ষ মানুষকে ঘরছাড়া করেছে ইজরায়েল। তাঁরা মূলত দক্ষিণ গাজার রাফাহ এবং খান ইউনুস শহরে আশ্রয় নিয়েছেন। এবার এই শহর দুটিতেও হামলা শুরু করেছে ইজরায়েল। 

লাজ্জারিনি লিখেছেন, ‘‘সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে, ইজরায়েল চেষ্টা করছে দক্ষিণ গাজায় আটকে থাকা প্যালেস্তিনীয়দের যে কোনও উপায়ে মিশরে পাঠিয়ে দিতে। ইজরায়েলের কিছু যায় আসেনা, এই মানুষগুলি মিশরে থাকবেন, না তাঁরা মিশর থেকেও অন্যত্র সরে যাবেন। ইজরায়েল শুধু গাজাকে প্যালেস্তিনীয় মুক্ত করতে চায়।’’

লাজ্জারিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘‘আমাদের আশঙ্কা, এই কৌশলের প্রথম ধাপ হিসেবে উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় পাঠানো হয়েছে প্যালেস্তিনীয়দের।’’

পরবর্তী ধাপে খান ইউনুস এবং রাফাহ থেকেও উৎখাত করা হতে পারে প্যালেস্তিনীয়দের। এমন সম্ভাবনার কথা তুলে ধরে লাজ্জারিনি লিখেছেন, ‘‘এই জিনিস চলতে থাকলে আমরা আর কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় নাকবার সাক্ষী থাকব। কারণ গৃহহারা প্যালেস্তিনীয়দের উত্তরে ফিরতে দিচ্ছে না ইজরায়েল। সামান্য একটা অঞ্চলে তাঁদের ঘিরে রেখে বোমাবর্ষণ শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে মিশরের দিকে সরে যাওয়া ছাড়া তাঁদের সামনে কোনও বিকল্প নেই।  ইতিমধ্যে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, যে গাজা হয়ত আর প্যালেস্তিনীয়দের বাসস্থান থাকবে না। আমরা হয়ত সেই দিকেই এগোচ্ছি।’’

রবিবার একই আশঙ্কা প্রকাশ করেছেন জর্ডানের বিদেশমন্ত্রী আয়মান সাফাদি। তিনি কাতারের রাজধানী দোহা’র একটি সম্মেলনে বলেছেন, ‘‘গাজায় শুধুমাত্র নিরীহ মানুষের গণহত্যা চলছে না। বরং অঙ্ক কষে গাজাকে জনশূন্য করার কাজ শুরু হয়েছে।’’

১৯৪৮ সালে ইজরায়েল প্রতিষ্ঠার সময়ে কয়েক লক্ষ প্যালেস্তিনীয় গৃহহীন হন। সেই সময় সিংহভাগ উদ্বাস্তু মানুষকে আশ্রয় দিয়েছিল জর্ডান। তাঁরা এখনও জর্ডানেই রয়েছেন। প্যালেস্তাইনে ফেরার সুযোগ মেলেনি তাঁদের। 

যদিও সাফাদি’র দাবি উড়িয়ে দিয়ে ইজরায়েল সরকারের মুখপাত্র এইলন লেভি বলেছেন, ‘‘অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন সাফাদি। এই অভিযোগ ভিত্তিহীন।’’

আল জাজিরা জানাচ্ছে, এখনও অবধি ১৭,৭০০ মানুষ প্রাণ হারিয়েছেন গাজায়। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটি রিপোর্ট অনুযায়ী, গাজার ৩৬ শতাংশ পরিবার তীব্র ক্ষুধার রাজত্বে প্রবেশ করেছে। 

অপরদিকে প্যালেস্তাইন রেড ক্রিসেন্ট সোসাইটির অভিযোগ, গাজায় তাঁদের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালিয়েছে ইজরায়েলী সেনা। গাজার আল-আহলি আরব হাসপাতাল থেকে ১১জন গুরুতর আহত রোগীকে নিয়ে দক্ষিণ গাজার একটি হাসপাতালে যাচ্ছিল ৬টি অ্যাম্বুলেন্সের কনভয়। কনভয়ের নেতৃত্ব দিচ্ছিল রাষ্ট্রসংঘের কর্মীরা। তারপরেও কনভয়ের উপরে হামলা হয়। এক চিকিৎসাকর্মীকে উলঙ্গ করে হাতকড়া পরিয়ে দীর্ঘ পথ হাঁটানোর অভিযোগও উঠেছে ইজরায়েলী সেনার বিরুদ্ধে। সময়মত  হাসপাতালে পৌঁছতে না পেরে ১জন রোগী প্রাণ হারিয়েছেন। 

এই পরিস্থিতিতেও সামরিক সহায়তা বজায় রাখার জন্য আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের উগ্র দক্ষিণপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি বছরে এখনও অবধি ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সাহায্য পাঠিয়েছে আমেরিকা। একইসঙ্গে যুদ্ধ বন্ধের সমস্ত দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। 

গাজার পরিস্থিতি নিয়ে জরুরি সভার ডাক দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সংস্থার প্রধান টেড্রোস আধানৌম ঘেব্রিয়েসাস জানিয়েছেন,‘‘ যুদ্ধবিরতি ছাড়া গাজার মানুষকে বাঁচানো সম্ভব নয়।’’

হু জানাচ্ছে, ৭ অক্টোবর থেকে এখনও অবধি, গাজায় মোট ২৮৬জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। 

Comments :0

Login to leave a comment