ইডির পক্ষ থেকে একাধিকবার হাসপাতালে তার কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে যাওয়া হলেও তারা তা করতে পারেনি। খালি হাতে ফিরতে হয়েছে তাদের। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগ করেছিলেন যে, চিকিৎসার নাম করে এসএসকেএমে সুজয় কৃষ্ণের কন্ঠস্বর বদলের চিকিৎসা করা হচ্ছে।
এদিন আদালেত ইডির পক্ষ থেকে কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে না পারার বিষয়টা উল্লেখ করলে আদালতের পক্ষ থেকে বলা হয় যে জোকা ইএসআই হাসপাতালের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হবে যারা ‘কাকুর’ স্বাস্থ্যের দিকটি খতিয়ে দেখবে।
Comments :0