এই তদন্তেই দিল্লির মুখ্যমন্ত্রী ও ‘আপ’ নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।
কবিতা তেলেঙ্গানার বিধান পরিষদের সদস্য। তাঁকে ঘিরে ইডি’র অভিযোগ, ঘনিষ্ঠদের বেনিয়মে দিল্লি আবগারি লাইসেন্স পাইয়ে দিতে সাহায্য করার।
দিল্লির যে আবগারি নীতি নিয়ে ইডি তদন্ত চালাচ্ছে, আগেই সেই নীতি বাতিল করেছে ‘আপ’। এই তদন্তেই এর আগে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে। ইডি’র অভিযোগ, ‘আপ’-র আবগারি নীতিতে বেআইনি ব্যবসায়ীদের মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে অবৈধ প্রক্রিয়ায়। প্রভাবশালীদের অর্থ দিয়ে লাইসেন্স পেয়েছিলেন তাঁরা।
K Kavitha face jail custody
কে কবিতার ১৪ দিনের জেল হেপাজত
×
Comments :0