অন্তবর্তী জামিন পাওয়ার পর দিনই দিল্লিতে রোড শো করলেন কেজরিওয়াল। সাধারণ মানুষের কাছে আবেদন রাখলেন দেশকে শৌরাচার মুক্ত করার।
আবগারি দুর্নীতি মামলায় জেলে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার তিনি ১ জুন পর্যন্ত জামিন পেয়েছেন। যেদিন তার জামিনের মেয়াদ শেষ হচ্ছে সেই দিন শেষ দফার লোকসভা নির্বাচন।
তার জামিনের পর আপ কর্মী সমর্থকরা মিছিল করে তিহার জেল থেকে তাকে তার বাসভবন পর্যন্ত নিয়ে আসেন। ১৩ মে চতুর্থ দফা নির্বাচনের আগে কেজরিওয়ালকে দিয়ে দেশ জুড়ে প্রচার শুরু করতে চাইছে আপ। ২৫ মে দিল্লির সাত লোকসভা আসনে ভোটগ্রহন। তার আগে গোটা দিল্লিতে কেজরিওয়ালের নেতৃত্বে প্রচারের ঝড় তুলতে চাইছে দিল্লি এবং পাজ্ঞাবের শাসক দল।
অর্থীক দুর্নীতিতে অভিযুক্ত অন্যতম আপ সাংসদ সজ্ঞয় সিংহ শুক্রবার এক্সহ্যান্ডেলে কেজরিওয়ালের জামিন সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
Comments :0