নতুন বছরের প্রথম মাস থেকে শুরু হতে চলেছে খো খো বিশ্বকাপ । নিউ দিল্লিতে ১৩ থেকে ১৯ জানুয়ারি অব্দি চলবে এই প্রতিযোগিতা । সারা বিশ্বের মোট ৫ টি মহাদেশ থেকে প্রতিযোগিরা যোগদান করবে এই প্রতিযোগিতায় । এশিয়া থেকে ৯টি পুরুষ ও ১০ টি মহিলা , ইউরোপ থেকে ৪টি পুরুষ ও মহিলা , উত্তর আমেরিকা থেকে একটি পুরুষ , দক্ষিণ আমেরিকা থেকে ৩টি পুরুষ ১টি মহিলা ও ওশিয়ায়ানিয়া থেকে এটি পুরুষ ও ১টি মহিলা দল খেলবে ।
Comments :0