kho kho world cup

জানুয়ারিতে শুরু খো খো বিশ্বকাপ

খেলা

kho kho world cup starts on january 2025 ছবি প্রতীকী।

 

নতুন বছরের প্রথম মাস থেকে শুরু হতে চলেছে খো খো বিশ্বকাপ । নিউ দিল্লিতে ১৩ থেকে ১৯ জানুয়ারি অব্দি চলবে এই প্রতিযোগিতা । সারা বিশ্বের  মোট ৫ টি মহাদেশ থেকে প্রতিযোগিরা যোগদান করবে এই প্রতিযোগিতায় । এশিয়া থেকে ৯টি পুরুষ ও ১০ টি মহিলা , ইউরোপ থেকে ৪টি  পুরুষ ও মহিলা , উত্তর আমেরিকা থেকে একটি  পুরুষ , দক্ষিণ আমেরিকা থেকে ৩টি  পুরুষ ১টি  মহিলা ও ওশিয়ায়ানিয়া থেকে এটি  পুরুষ ও ১টি মহিলা দল খেলবে ।

Comments :0

Login to leave a comment