২০২৫ আইপিএল নিলামে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজ যেমন হারিয়েছে তাদের সেরা খেলোয়াড়দের । ঠিক তেমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে পেয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে কিছু ফ্র্যাঞ্চাইজ । একনজরে দেখে নেওয়া যাক কলকাতা কত মূল্যে কোন খেলোয়াড়কে কিনে নিল ।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভমান পাওয়ালকে কেনার পিছনে রয়েছে মেন্টর ডোয়াইন ব্রাভোর মস্তিস্ক । ২০১৪ র ফাইনালের নায়ক মনীশ পান্ডেকে ৭৫ লাখ টাকা দিয়ে কিনতে অসুবিধা হয়নি নাইটদের ।
অস্ট্রেলিয়ান বাঁ হাতি ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে ২.৮০ কোটি টাকা দিয়ে কিনেছে নাইটরা । মিচেল স্টার্ককে হারানোর পর এই বছর ২৮ এর অজি বোলারকে নিয়ে বোলিং লাইনআপটা কিছুটা শক্তিশালী করার চেষ্টা করেছে ভেঙ্কি মাইসোররা । এখনও পর্যন্ত ৬০ টি টিটোয়েন্টিতে ৭১টি উইকেটও নিয়ে ফেলেছেন স্পেন্সার । আজানকীয়ে রাহানে তারা নিয়েছে ১. ৫০ কোটি দিয়ে । ফাস্ট বোলার উমরান মালিককে ৭৫ লাখ দিয়ে নেওয়া হয়েছে । চেন্নাইয়ের হয়ে ২০২১ ও ২০২৩ সালে আইপিএল ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে কলকাতা নিয়েছে ২ কোটি টাকা দিয়ে । অর্থাৎ ব্যাটিং ও বোলিং সবমিলিয়ে ট্রফি ধরে রাখার প্রচেষ্টায় এক সামঞ্জস্যপূর্ণ দলই গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স ।
Comments :0