পৃথিবীতে আরো একজন ফ্যাসিস্টএর পরাজয়। ট্রাম্পের পরে এবার বোলসেনারো। ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করলেন ওয়ার্কারস্ পার্টি (পিটি) মনোনীত প্রার্থী লুলা। আপাতত গোটা দক্ষিণ আমেরিকাই লাল ঝাণ্ডার দখলে। বামপন্থী ল্যুই ইনাসিও লুলা সিলভা ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে ৫০.৯% ভোট পেয়ে নির্বাচিত। অতি দক্ষিণপন্থী ফ্যাসিবাদী বোলসেনারোকে জেতানোর জন্য আমেরিকার সরকার ও লগ্নী পুঁজি ঝাঁপিয়ে পড়েছিল। বিপুল অর্থ ব্যয়, অসম্ভব অসত্য ও কুৎসা প্রচার, ভোটারদের সরাসরি অর্থ দিয়ে প্রভাবিত করা সহ সব ধরনের অনৈতিক কাজ করেও জিততে পারেননি মার্কিন সরকারের মদতপুষ্ট অতি দক্ষিণপন্থী ফ্যাসিবাদী বোলসেনারো। লুলার জয়ের পর এই মুহূর্তে এই প্রথম লাতিন আমেরিকার ছ’টি বৃহত্তম অর্থনীতির দেশ— ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া এবং পেরুতে বামপন্থী অথবা মধ্য-বাম সরকার।
Brazil‘s President
ব্রাজিলে বামপন্থার জয়
×
Comments :0