বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি ভিনিসিয়াস, এমবাপের রিয়্যাল মাদ্রিদ। এনফিল্ড স্টেডিয়ামে খেলা শুরু বুধবার রাত ( বৃহস্পতিবার ) ১: ৩০ টায় ।
বুধবার আরো একটা হাইভোল্টেজ ম্যাচ এনফিল্ডে । ২০১৮ র ফাইনালে কিয়েভে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়্যাল । গত মরশুমেও এই এনফিল্ডে এসে ৫ গোল মেরে গিয়েছিলো রিয়্যাল । তবে বর্তমান পরিস্থিতি একদমই আলাদা দুই দলের ক্ষেত্রেই । ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে অবস্থান করছেন সালাহরা । দুরুন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সালাহ - লুইজ ডিয়াজরা । ক্লপের জায়গায় আর্নে স্লট এলেও দলের পারফরমেন্সে কোনো ছেদ পড়েনি । রিয়ালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঘরের মাঠে প্রস্তুত সালাহরা । অন্যদিকে বার্সার কাছে ৪ গোলে ক্লাসিকো হারের পর থেকেই আন্সেলোত্তির বিদায়ের কথা শোনা যাচ্ছিল মাদ্রিদের অন্দরে । কিন্তু গত ম্যাচে ভিনিসিয়াস ও এম্ব্যাপের জায়গা সামান্য বদলে দেওয়ার ফলে ভালোদিদের বিরুদ্ধে জয় এসেছিল ৩ গোলে । তাই বুধবার রাতে সেই একই ট্যাকটিক্সে যেতে পারেন আন্সেলোত্তি । ভিনিকে স্ট্রাইকার রেখে এম্ব্যাপেকে উইংয়ে ব্যবহার করতে পারেন আন্সেলোত্তি । বর্তমানে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ২১ নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ । লিভারপুল রয়েছে দ্বিতীয় স্থানে ।
Comments :0