প্যারিস অলিম্পিকের ফের একবার সোনা জিতলেন লভলিনা বর্গহাইন। ৩৮তম ন্যাশনাল গেমসের ৭৫কেজির বিভাগে বক্সিংয়ে সোনা জিতলেন লভলিনা । প্যারিস অলিম্পিকের পর বেশ অনেকমাস পর আবার কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নামলেন লভলিনা। চন্ডিগড়ের প্র্যানশু রাঠোরের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়ী লভলিনা। গোটা ম্যাচে একাধিপত্য বজায় রেখেই প্রতিপক্ষকে দুর্মুষ করেন লভলিনা।
Comments :0