Howrah Fire

হাওড়ার ডোমজুড়ে আগুন

জেলা

ফের আগুন লাগালো হাওড়ার ডোমজুড়ে। আগুলা লাগার কারণে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ। দাউদাউ করে জ্বলতে হাওড়া ডোমজুড় থানার মতিঝিল এলাকার ওএনজিসি রোডের এনএস ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের কাছে একটি কারখানায়। স্থানীয় সূত্রে খবর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন এসে পৌঁছায়। কারখানার বর্জ্য এবং হোগলা গাছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সর্ট শার্কিট থেকে আগুন লাগতে পারে। প্রথমে আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে দমকল বিভাগে খবর দেয়। দমকল সূত্রে খবর, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও। কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment