Michaung

অন্ধ্র উপকূলে ঝাঁপিয়ে পড়ল ঘূর্ণিঝড়, তামিলাডুতে মৃত বেড়ে ৫

জাতীয়

মঙ্গলবার দুপুরেই অন্ধ্র প্রদেশের উপকূলে আছড়ে পড়েছে জোরালো ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে তৈরি এই সাইক্লোন গত কয়েকদিন বিপর্যস্ত করেছে তামিলনাডুকে। 
এদিন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি প্রশাসনের সব স্তরে বিশেষ বার্তা দিয়েছেন। সরকারি কর্মী এবং আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। গত কয়েকঘন্টায় উপকূল এলাকা থেকে উদ্ধার করাও হয়েছে বাসিন্দাদের। 
তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপতলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসীমা এবং কাকিনাড়া জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। কিছু এলাকায় ঝড়ের আগে দ্রুত ফসল সংগ্রহ করা হয়েছে বলে দাবি অন্ধ্র্ প্রশাসনের। 
মঙ্গলবারও চেন্নাই এবং তামিলনাডুর সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে। এদিন অন্ধ্র উপকূলে প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝাঁপিয়ে পড়েছে ঘূর্ণিঝড়।

Comments :0

Login to leave a comment