isl match

৩ পয়েন্টের লক্ষ্যে মহামেডানের সামনে বেঙ্গালুরু

খেলা

mohamedan will face bengaluru fc in kishorvaroti stadium ছবি প্রতিকী থেকে

 

বুধবার কিশোরভারতীতে মহামেডানের মুখোমুখি হবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি । খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায় ।

আইলীগ জিতে আইএসএলে পদার্পণ করার পর প্রতিযোগিতার মধ্যে পার্থক্য হারে হারে টের পাচ্ছে সাদা  কালো ব্রিগেড । ৭ ম্যাচ খেলে মাত্র ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বাদশ স্থানে রয়েছে মহামেডান । আগের ম্যাচে ৯ জনের লাল হলুদকে হারাতে ব্যর্থ হয়েছে আন্দ্রে চেরিশেনভের দল । বুধবার টেবিলের দ্বিতীয় স্থানে  থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে তাই বেশ সতর্ক আন্দ্রে । বুধবার ইতিবাচক ফলাফল না পেলে চাকরি নিয়ে টানাপোড়েন হতে পারে আন্দ্রের । আইএসএলে আসার পর আরো কয়েকটি প্রতিভাবান খেলোয়াড়দের নিয়েছিল মহামেডান । কিন্তু আইএসএলের অন্যান্য দলগুলির খেলোয়াড়দের সাথে তাদের কোয়ালিটির বিস্তর পার্থক্য । এছাড়াও রয়েছে কোচের কিছু ভুল স্ট্র্যাটেজি । সঠিক খেলোয়াড়কে তার সঠিক জায়গায় না খেলানোর খেসারত দিতে হচ্ছে গোটা দলকেই । আইএসএলের প্রথম মরশুমে এসে মহামেডানের বর্তমানে মূল লক্ষ্য শেষ ছয়ে যাওয়া । সেই লক্ষ্যেই বুধবার সুনীলের বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ১ পয়েন্টেরই ভাবনা থাকবে মহামেডানের । অন্যদিকে বুধবারের ম্যাচ জিতলেই ফের একবার শীর্ষে চলে যাবে বেঙ্গালুরু । গত কয়েক মরশুম ধরে ভালো রেজাল্ট না আসায় এই মরশুমে দলগঠনে কোমড় বেঁধে নেমেছিল জিন্দাল ব্রিগেড । মুম্বাই সিটি থেকে আলবার্তো নগুয়েরা ও পেরেরা ডিয়াজকে তারা নিয়েছে  । এছাড়াও দলে রয়েছে শিভাশক্তি ও ভিনিত ভেঙ্কটেশের মতো প্রতিভাবান তরুণ ফুটবলার । জানুয়ারিতে হাইদরাবাদ থেকে ডিফেন্সে চিংলেনসানাকে নেওয়া হয়েছিল । সবমিলিয়ে ভালো দলগঠনের কারণেই বেঙ্গালুরু এই মুহূর্তে রয়েছে চ্যাম্পিয়নশিপের দৌড়েই । কোচ জারাগোজার ট্যাক্টিক্স বুঝতে সমস্যা হচ্ছেনা ফুটবলারদের । বুধবারের ম্যাচ জিতলে ৯ ম্যাচে সুনীলদের পয়েন্ট হবে ২০ । শীর্ষে ওঠার লক্ষ্যে বুধবার কিশোরভারতীতে তাই ৩ পয়েন্ট চাইছেন সুনীল ছেত্রী । 
 

Comments :0

Login to leave a comment