নিজেদের মাঠে সোমবার থেকে অনুশীলন শুরু করল মহামেডান স্পোর্টিং ফুটবল দল। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর তত্ত্বাবধানে প্র্যাকটিস শুরু সাদা কালো ব্রিগেডের। ফিজিক্যাল ট্রেনিং ছাড়াও নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টায় গোটা দল। লক্ষ্য এবার আই লিগ এবং ডুরান্ড কাপ। অন্যদিকে, এই মরশুমে মহামেডান জার্সি গায়ে খেলতে দেখা যাবে সামাদ আলি মল্লিক এবং অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে খেলা ভারতীয় মিডফিল্ডার ও প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার অভিজিৎ সরকারকে।
অনুশীলনের পর হেডকোচ মেহরাজউদ্দিন ওয়াডু জানান, ‘নতুন মরশুম, নতুন দল এবং নতুন চ্যালেঞ্জ। দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে। সমর্থকদের সমর্থন নিয়ে এবং অফিশিয়ালদের সহযোগিতায় আমরা সামনের দিকে তাকাতে চাই। কলকাতা লিগের সব দলই যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। যে দল ট্যাকটিকালি এবং টেকনিক্যালি ভালোভাবে তৈরি হবে, তাঁরাই ভালো ফল করবে।‘
মাঝমাঠের খেলোয়াড় অভিজিৎ সরকার বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। আমাদের হাতে বেশি সময় নেই, তাই সেইরকমভাবেই তৈরি হতে হবে। সব টিমই ভালো দল গড়েছে। ফলে, প্রিমিয়ারটা খুব কঠিন হতে চলেছে।‘
সামাদ আলি মল্লিক বলছেন, ‘এবার নতুন টিম এবং নতুন চ্যালেঞ্জ। আমি দুই বছর বাইরে ছিলাম। কিন্তু কলকাতায় ফিরে মহামেডানের হয়ে খেলছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। বিদেশি ছাড়া লিগ হওয়ার ফলে, বাঙালি ছেলেরা অনেক বেশি সুযোগ পাবে। আমাদের গ্রুপটা বেশ কঠিন, লড়াই করেই এগোতে হবে।‘
অন্যদিকে, ইনভেস্টর সমস্যা মিটতে চলেছে মহামেডানে। ইতিমধ্যেই ক্লাবের সঙ্গে ইনভেস্টরদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। আলোচনায় বেশ কিছু ইতিবাচক বিষয় উঠে এসেছে বলে জানা যাচ্ছে। সমগ্র দেশে ইউথ অ্যাকাডেমির প্রসার এবং ব্র্যান্ডিং সহ একাধিক পরিকল্পনা রয়েছে ইনভেস্টর গ্রুপ বাঙ্কারহিলের। তাঁদের পক্ষ থেকে আরও বেশ কিছু বিষয়, গতকালের বৈঠকে ক্লাব কর্তাদের সামনে তুলে ধরেছেন দীপক কুমার সিং। সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। তার মধ্যে অনেক দাবিই মেনে নিয়েছেন সাদাকালো কর্তারা। ফলে, পুরো বিষয়টি এইমুহূর্তে একটি ইতিবাচক জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
মহামেডান ক্লাব সচিব সাংবাদিকদের জানিয়েছেন, ‘আই লিগের জন্য ইনভেস্টররা আপাতত ৫১% শেয়ার চাইছেন। যখন আমরা আইএসএল খেলব, তখন আমাদের সেই শেয়ারটা বাড়িয়ে দিতে হবে। আমরা একটা প্রস্তাব তাঁদের দিয়েছি। সেইটা যখন চূড়ান্ত হবে, তখন আপনাদের জানাতে পারব। সেইজন্য, আমরা একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং ডাকছি। সেই বৈঠকে চূড়ান্ত হবে, কত শতাংশ শেয়ার আমরা ওনাকে দেবো। অন্যান্য বিষয়গুলি নিয়েও ভালো আলোচনা হয়েছে, আশা করছি সমস্ত জটিলতা মিটে যাবে।‘
মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব তাঁবুতে আরও একটি বৈঠক রয়েছে। সম্ভবত তারপরই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক চললে বিশ্বমানের রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি গড়বে বাঙ্কারহিল। অন্যদিকে, মহামেডান তাঁবুতে লর্ডসের আদলে ব্যালকনির উদ্বোধন সম্ভবত জুলাই মাসে হবে।
Comments :0