আমেরিকার চাপের কাছে নুইয়ে পড়া চলবে না কিছুতেই। দিল্লিতে ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনার মাঝেই এই দাবি তুলেছে সিপিআই(এম)। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিজেপি সরকারের আত্মসমর্পণ নিয়ে দেশজুড়ে প্রচারের ডাক দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
১৩-১৫ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় কমিটি বৈঠকের পর মঙ্গলবার বিবৃতিতে সিপিআই(এম) বলেছে যে প্যালেস্তাইনের জনতার প্রতি সংহতি জানিয়েও দেশজুড়ে চলবে প্রচার। সব রাজ্য রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে হবে কর্মসূচি। শিল্পীরাও থাকবেন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে। ইজরায়েলের অনুগামীর ভূমিকা কিভাবে নিচ্ছে দেশের সরকার, তুলে ধরা হবে প্রতিটি কর্মসূচিতে।
জনতার জীবিকার বিষয় নিয়ে সংগ্রাম এবং বিক্ষোভ গড়ে তুলতে প্রতিটি রাজ্য কমিটিকে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
আমেরিকার লাগাতার হুমকি মেনে নিয়ে নীরবে বাণিজ্য আলোচনায় বসে গিয়েছে ভারত। কৃষি পণ্য, ডেয়ারি পণ্যে ভারতের বাজার খোলার জন্য খোলাখুলি হুমকি দিচ্ছে আমেরিকা। আগেই চাপিয়েছে ৫০ শতাংশ আমদানি শুল্ক।
আমদানি শুল্ক প্রসঙ্গে কেন্দ্রীয় কমিটি বলেছে, আমেরিকার পদক্ষেপে গুরুতর বিপদ হবে ভারতের কৃষি, মৎস্যচাষ, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্পের। আমেরিকার বাণিজ্য প্রতিনিধিরা এখন এদেশে এসেছেন আমাদের ওপর চাপ বাড়াতে।
কেন্দ্রীয় কমিটি বলেছে, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই করার আগে সরকারের উচিত সংশ্লিষ্ট সব অংশের সঙ্গে কথা বলা। তাড়াহুড়ো করে বাণিজ্য সমঝোতা করতে গিয়ে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি, ডেয়ারি, প্রতিরক্ষা, ওষুধ এবং আর্থিক ক্ষেত্রে এই ক্ষতি সবচেয়ে বেশি হচ্ছে।
কেন্দ্রীয় কমিটি বলেছে, শ্রমিকদের সুরক্ষার প্রকল্পের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিধিও লঘু করা হচ্ছে কর্পোরেট মুনাফার জন্য।
CPI-M on Indo-US Trade Discussion
‘আমেরিকার কাছে ঝুঁকে পড়া চলবে না’, দেশজুড়ে কর্মসূচির ঘোষণা সিপিআই(এম)’র

×
Comments :0