সোমবার পার্থে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে প্রথম টেস্টে জয় পেলো ভারত । মোট ২৯৫ রানে জিতলেন বুমরাহরা । রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ( নাথান ,ওসমান খোয়াজা , প্যাট কামিন্স ) খুইয়ে ফেলে অস্ট্রেলিয়া । ভারতের বিরুদ্ধে বরাবরই ভালো পারফরমেন্স করেন মামুস লাবুশেন । কিন্তু সোমবার ৫ বলে মাত্র ৩ রান করে এলবিডাব্লিউ হলেন বুমরাহর বলে । মহম্মদ সিরাজের বলে স্টিভ স্মিথ ( ৬০ বলে ১৭ রান ) ক্যাচ দিয়ে বসেন কিপার পন্থকে । ২০২৩ সালের ফাইনালে আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করা ট্রাভিস হেডও ( ১৯১ বলে ৮৯ রান ) পন্থকে ক্যাচ দিয়ে বসেন বুমরাহর বলে । ৭ নম্বরে নামা মিচেল মার্শকে ( ৬৭ বলে ৪৭ রান ) আউট করেন নীতিশ কুমার রেড্ডি । উইকেটরক্ষক আলেক্স ক্যারি ( ৫৮ বলে ৩৬ রান ) আউট হন হর্ষিত রানার বলে । এছাড়াও স্টার্ক ও নাথান লিওনকে আউট করেন ওয়াশিংটন সুন্দর । এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক ভারতীয় ব্যাটাররা যখন মুখ থুবড়ে পড়ছিলেন তখন কেউই ভাবেননি ভারতের জয়ের ব্যাপারে । কিন্তু ম্যাচের দ্বিতীয় ইনিংসে এসে ভারত বোঝালো ব্যাটিংয়ের সাথে সাথে তাদের বোলিংয়ের গভীরতা । বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত ও অস্ট্রেলিয়া নামবে এডিলেড ওভাল স্টেডিয়ামে আগামী ৬ ডিসেম্বরে । সেই ম্যাচে দলে থাকবেন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মা ।
Comments :0