BORDER GAVASKAR TEST SERIES

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে জয় ভারতের

খেলা

india win over australia in the first test match in border gavaskar series ছবি প্রতীকী।

 

সোমবার পার্থে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে  প্রথম টেস্টে জয় পেলো ভারত । মোট ২৯৫ রানে জিতলেন বুমরাহরা । রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ( নাথান ,ওসমান  খোয়াজা , প্যাট কামিন্স ) খুইয়ে ফেলে অস্ট্রেলিয়া । ভারতের বিরুদ্ধে বরাবরই ভালো পারফরমেন্স করেন মামুস লাবুশেন । কিন্তু সোমবার ৫ বলে মাত্র ৩ রান করে এলবিডাব্লিউ হলেন বুমরাহর বলে । মহম্মদ সিরাজের বলে স্টিভ স্মিথ ( ৬০ বলে ১৭ রান ) ক্যাচ দিয়ে বসেন কিপার পন্থকে । ২০২৩ সালের ফাইনালে আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করা ট্রাভিস হেডও  ( ১৯১ বলে ৮৯ রান ) পন্থকে ক্যাচ দিয়ে বসেন বুমরাহর বলে । ৭ নম্বরে নামা মিচেল মার্শকে ( ৬৭ বলে ৪৭ রান ) আউট করেন নীতিশ কুমার রেড্ডি । উইকেটরক্ষক আলেক্স ক্যারি ( ৫৮ বলে ৩৬ রান ) আউট হন হর্ষিত রানার বলে । এছাড়াও স্টার্ক ও নাথান লিওনকে আউট করেন ওয়াশিংটন সুন্দর । এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক ভারতীয় ব্যাটাররা যখন মুখ থুবড়ে পড়ছিলেন তখন কেউই ভাবেননি ভারতের জয়ের ব্যাপারে । কিন্তু ম্যাচের দ্বিতীয় ইনিংসে এসে ভারত বোঝালো ব্যাটিংয়ের সাথে সাথে তাদের বোলিংয়ের গভীরতা ।  বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত ও অস্ট্রেলিয়া নামবে এডিলেড ওভাল স্টেডিয়ামে আগামী ৬ ডিসেম্বরে । সেই ম্যাচে দলে থাকবেন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা  ব্যাটার রোহিত শর্মা ।   

Comments :0

Login to leave a comment