শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে নিখোঁজ নবজাতক শিশু সম্পর্কে অবিলম্বে ব্যাখ্যা দাবি করে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপারকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ডিওয়াইএফআই দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সুরক্ষা ব্যবস্থার ঢিলেমিতে প্রকাশ্য দিবালোকে সদ্যজাতের মৃতদেহ উধাও হয়ে যায় জেলা হাসপাতাল থেকে। শিলিগুড়ি জেলা হাসপাতালের ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ১৮ অক্টোবর সংগঠনের পক্ষ থেকে জেলা হাসপাতালে সুপারের কাছে ডেপুটেশন জমা দিয়ে জানতে চাওয়া হয়েছিল শিলিগুড়ি হাসপাতাল থেকে নিখোঁজ নবজাতক শিশুর ঘটনা কীভাবে ঘটলো এবং এর পেছনে দায়ী কে বা কারা। কিন্তু অত্যন্ত দুঃখজনক এতদিন পরেও এই বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো উত্তর কিংবা কার্যকরী পদক্ষেপের বিষয়ে জেলা যুব নেত্রবৃন্দ কিছুই জানতে পারেনি। সমস্ত ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও সন্দেহজনক মনে হচ্ছে। তাই এদিন আরো একবার হাসপাতাল সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে নবজাতকের দেহ নিখোঁজ হবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবির পাশাপাশি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সঙ্কট সমস্যা সহ আরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজনদের। এই ধরনের অব্যবস্থার দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে শনিবার হাসপাতালে সুপারের কাছে দেওয়া স্মারকলিপিতে। সুপারের কাছে স্মারকলিপি দেবার সময় ছিলেন সাগর শর্মা, অভিজিৎ চন্দ, বুলেট শিং, শাশ্বতী সাহা , মিরা রায় সহ অন্যান্যরা। দাবি বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।
Siliguri DYFI
শিলিগুড়ি হাসপাতালের সুপারকে স্মারকলিপি যুবদের
×
Comments :0