HS 2025 Rutine

আগামী বছর ২০২৫ সালে উচ্চমাধ্যমিক কবে কোন পরীক্ষা, রুটিন জেনে নিন

রাজ্য

আগামী বছর উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ৩ মার্চ ২০২৫। চলবে ১৮ মার্চ ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১.১৫ অবধি চলবে পরীক্ষা। 

৩ মার্চ ২০২৫, সোমবার - বাংলা (প্রথম পত্র), ইংরাজি (প্রথম পত্র), হিন্দি (প্রথম পত্র), নেপালি (প্রথম পত্র), উর্দু, সাঁওতালি,ওড়িয়া, তেলেগু, গুজরাতি, পাঞ্জাবি

৪ মার্চ ২০২৫, মঙ্গলবার হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজিম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার ভোকেশনাল বিষয়

৫ মার্চ ২০২৫, বুধবার ইংরাজি (দ্বিতীয় পত্র), বাংলা (দ্বিতীয় পত্র), হিন্দি (দ্বিতীয় পত্র), নেপালি (দ্বিতীয় পত্র), অলটারনেটিভ ইংরাজি

৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার- ইকনমিক্স

৭ মার্চ ২০২৫, শুক্রবার ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

৮ মার্চ ২০২৫, শনিবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রমেন্টাল স্টাডিস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস

১০ মার্চ ২০২৫, সোমবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি

১১ মার্চ ২০২৫, মঙ্গলবার কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্ঞ্চে

১৩ মার্চ ২০২৫, বুধবার ম্যাথামেটিক্স, ফিজিওলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি

১৭ মার্চ ২০২৫, সোমবার -  বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিক্যাল সায়েন্স

১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট 

Comments :0

Login to leave a comment