Rahul Patna 'Vote Chori'

আরও বড় ভোটচুরি ফাঁসের হুমকি রাহুলের, পাটনায় মিছিল ‘ইন্ডিয়া’-র

জাতীয়

সোমবার পাটনায় ‘ইন্ডিয়া’ ব্লকের মিছিলে এম এ বেবি।

এর আগে বলেছিলেন ‘অ্যাটম বোমা’। বের করেছিলেন কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোট প্রক্রিয়ায় কারচুপির তথ্য। এবার ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
সোমবার পাটনায় ‘ভোটাধিকার যাত্রা’ কর্মসূচির সমাপ্তি মিছিল করেছে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’। সেখানেই বক্তব্য রেখেছেন রাহুল।
ভোটের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি ‘ভোটচুরির’ প্রতিবাদে পাটনায় মিছিল করল ‘ইন্ডিয়া’ ব্লক। সোমবার গান্ধী ময়দান থেকে এই মিছিল শুরু হলে মাঝপথে আটকে দেয় পুলিশ। সেখানেই বক্তব্য রাখেন ‘ইন্ডিয়া’ ব্লকের নেতৃবৃন্দ। 
মিছিলে অংশ নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআই(এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আরজেডি নেতা এবং বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব সহ ‘ইন্ডিয়া’ ব্লকের দলগুলির প্রতিনিধিরা। 
রাহুল বলেছেন, ‘ভোটচুরি’ মানে ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। বিহারে তা হয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর’র নামে। আমরা কিছুতেই সংবিধানকে হত্যা করতে দেব না বিজেপি-কে।’’
এরপরই তিনি বলেন, ‘‘বিজেপি সমর্থকদের বলছি, আপারা অ্যাটম বোমার থেকে বেশি কিছু ‘হাইড্রোজেন বোমার’ জন্য তৈরি থাকুন। ভোটচুরির আরও বড় নজির আমরা হাজির করব।’’
মহারাষ্ট্রে ৬ মাসের মধ্যে বিপুল নাম বাড়িয়ে ভোট কারচুপির অভিযোগ তুলে রাহুল বলেন, ‘‘বিজেপি-কে জয়ী করতে এই প্রক্রিয়ায় শামিল রয়েছে নির্বাচন কমিশন।’’ তিনি বলেন, ‘‘হাইড্রোজেন বোমা ফাটানোর পর নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে মুখ দেখাতে পারবেন না।’’
বিহারে ভোটাধিকার যাত্রায় রাহুল, তেজস্বী এবং বিহারের বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’নেতৃবৃন্দ ১১০টি বিধানসভার ওপর দিয়ে প্রায় ১৩০০ কিলোমিটার পথ হেঁটেছেন।
বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় বাদ গিয়েছে ৬৫ লক্ষ নাম।

Comments :0

Login to leave a comment