২৭নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো পূর্নবয়ষ্ক চিতাবাঘের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর কমলা চা বাগান এলাকায়। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিতাবাঘটির। জানা গেছে, রাস্তা পারাপারের সময় বিধাননগর থেকে ফুলবাড়ির দিকে দ্রুত গতিতে যাওয়া একটি গাড়ি চিতাবাঘটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিতাবাঘটির। খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চিতাবাঘটির দেহ উদ্ধার করে বনদপ্তরের ঘোষপুকুর রেঞ্জ দপ্তরে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে চিতাবাঘটির মৃতদেহ পাঠানো হতে পারে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
Leopard Died
গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
×
Comments :0