Jadavpur

ডুবুরি যাদবপুরে, মিলল জুতো

কলকাতা

যাদবপুরের পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি পুলিশের। দীর্ঘক্ষণ ৪ নম্বর গেট লাগোয়া পুকুরে তল্লাশি চালানো হলো। মৃত ছাত্রীর দেহ উদ্ধারের পর তাঁর চশমা এবং জুতো পাওয়া যায়নি বলে অভিযোগ করে পরিবার। কলকাতার পুলিশ কমিশনারের কাছে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনায় তদন্ত করেছে লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। 
বুধবার যাদবপুরে ৪ নম্বর গেট লাগোয়া পুকুরে বিকেল ৫টা থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চলে। প্রায় ১.৫ ঘন্টা পুকুর তল্লাশি করে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা। তল্লাশি করে একজোড়া জুতো উদ্ধার করা হয়েছে। কিন্তু এই জুতো ওই মৃত ছাত্রীর কী না তা বোঝা যাচ্ছে। পরিবারের অভিযোগ ছিল সাদা রঙের একটি জুতো পরে ছিল ওই মৃত ছাত্রী এবং চোখে লাল রঙের চশমা ছিল। পুকুর থেকে উদ্ধার হওয়া জুতো রঙও সাদা। কিন্তু কোনও চশমা উদ্ধার হয়নি।

Comments :0

Login to leave a comment