Petrol Pump Strike

উত্তরবঙ্গে পেট্রল পাম্প ধর্মঘট

জেলা

একভোটে কেন্দ্রীয় বাহিনীকে তেল দিয়ে মেলেনি টাকা আসছে আর এক ভোট ধর্মঘট পাম্প মালিকদের সমস্যায় নিত্তযাত্রীরা। প্রতিবাদে গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতেও চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে পেট্রল পাম্পগুলো। এর‌ ফলে পেট্রোল পাম্পে এসে তেল‌ না পেয়ে সমস্যায় পড়েছেন অসংখ্য গ্রাহক‌।
গত নির্বাচনে ভোটের ডিউটিতে‌ আসা কেন্দ্রীয় বাহিনীকে তেল দিয়েছিল পাম্প মালিকরা। অভিযোগ, এখনও সেই বকেয়া মেটানো হয়নি। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। এজন্য অবিলম্বে আগের বকেয়া মেটানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রল পাম্পগুলোর মালিকপক্ষ। নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের ডাকা পেট্রল পাম্প ধর্মঘটে ব্যাপক সারা পড়েছে এদিন। যদিও পাম্প‌ বন্ধ থাকায় খুব‌ই সমস্যায় পড়েছেন বাইক ও ছোট‌ গাড়ি‌ চালক‌রা। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। আজ সারাদিন ধরে সমস্ত পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। পেট্রোল পাম্প বন্ধ থাকায় পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। সমস্যায় অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাওয়া মানুষজনেরাও।

Comments :0

Login to leave a comment