PORTUGAL VS SWITZERLAND IN WORLD CUP

সুইসদের বিরুদ্ধে ৬-১ গোলে জয় পর্তুগালের

খেলা

FIFA WORLD CUP QATAR FOOTBALL 2022 WORLD CUP জয়ের উচ্ছ্বাসে টিম পর্তুগাল

মঙ্গলবার ব্রাজিল যেখানে শেষ করেছিল, বুধবার যেন সেখান থেকেই শুরু করল পর্তুগাল। ২০২২ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হন রোনাল্ডোরা। সেই ম্যাচে সুইজারল্যান্ডকে কার্যত গোলের মালা পরিয়ে দিলেন পর্তুগিজরা। 

নির্ধারিত সময় শেষে খেলার ফল ৬-১। এদিন শুরু থেকেই সুইজারল্যান্ডকে চেপে ধরে পর্তুগাল। ম্যাচের ১৭ মিনিটে গোনজালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। সেই শুরু। এরপর ৩৩ মিনিটে কর্ণার থেকে গোল করে স্কোরশিটে নাম তোলেন ‘বর্ষীয়ান’ পেপে। প্রথমার্ধে পর্তুগাল এগিয়ে থাকে ২-০ গোলে। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই শুরু হয় গোনজালো রামোসের জাদু। ৫১ এবং ৬৭ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর পাশাপাশি ৫৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে স্কোরশিটে নিজের নাম লেখান র‍্যাফায়েল গুয়েরেইরো। 

৫৮ মিনিটে কর্ণার থেকে গোল করে খানিক ব্যাবধান কমান সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জি। 

খেলার শেষলগ্নে এসে পর্তুগালের হয়ে শেষ গোলটি করেন র‍্যাফায়েল লিয়াও। অপরদিকে এদিনের ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৮৫ মিনিটে তাঁর করা গোল অফসাইডের জন্য বাতিল হয়। 

এদিন ম্যাচ জিতলেও, সুইজারল্যান্ডের তুলনায় পর্তুগালের বলের দখল কম ছিল। পর্তুগালের তুলনায় বেশি পাসও খেলে সুইজারল্যান্ড। 

 

Comments :0

Login to leave a comment