Jal Jeevan Mission

৫ মাস বেতন পাচ্ছেন না জল জীবন মিশনের কর্মীরা, নব-মহাকরণে বিক্ষোভ

রাজ্য

পাঁচ মাস বেতন পাচ্ছেন না পশ্চিমবঙ্গ জল জীবন মিশনের অস্থায়ী কর্মীরা। একদিকে যেমন তাঁরা বেতন পাচ্ছেন না তেমনই অন্য রাজ্যের তুলনায় তাঁদের বেতন প্রায় অর্ধেক। ঠিকাদারদের অধীনে কাজ করেন এই কর্মীরা। তাঁরা বলছেন যে কাজ দেওয়ার নাম করে নেওয়া হয়েছে জমি। কিন্তু কাজ দেওয়া হয়নি, উল্টে চলছে হেনস্তা। 
বুধবার নব-মহাকরণে শ্রম কমিশনের কাছে এমন মারাত্মক একাধিক অভিযোগ তুলে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং গ্রামীণ জল সরবরাহ এবং নিকাশি বিভাগের অস্থায়ী কর্মচারি ইউনিয়ন। 
কর্মীদের বক্তব্য, রাজ্য জুড়ে অস্থায়ী কর্মীদের বেতনের সমস্যা চলছে। আবার কোথাও কোথাও সঠিক বেতন দেওয়া হচ্ছে না। সংগঠনের সভাপতি দেবাশিস দাস বলেন, ‘‘উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এলাকার অস্থায়ী কর্মীরা মাসে সাত হাজার চারশো টাকা পাচ্ছেন। আবার দক্ষিণ ২৪ পরগনায় অস্থায়ী কর্মীরা পাচ্ছেন ১৫ হাজার টাকা। কিন্তু প্রত্যেকেরই প্রায় ৩০ হাজার টাকা পাওয়ার কথা। তাঁরা দক্ষ কর্মী হলেও সরকারি বিবেচনায় তা স্বীকৃত নয়।’’
তিনি বলেন, ‘‘একটা দুর্নীতি চলছে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বলেছিল এই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর  এবং গ্রামীণ জল সরবরাহ এবং নিকাশি বিভাগের কর্মীদের কোনও ঠিকাদারের অধীনে কাজ করতে হবে না। কিন্তু ১৪ বছর পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ করেনি।’’ তিনি জানান, হাইকোর্টের নির্দেশে অনুযায়ী তাঁদের দৈনিক মজুরি হওয়ার কথা ১১০০ টাকা। কিন্তু তার বদলে দেওয়া হয় ৪০০ টাকা। 
সংগঠনের দাবি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে বহু গরিব তপশিলী জাতি ভুক্ত পরিবারকে সরকারি চাকরির টোপ দেওয়া হয়েছে। তাদের অল্প জমি এই টোপ দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে। অথচ ক্ষতিপূরণ বাবদ তাদের কিছুই মেলেনি। উল্টে বেনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলি, মৈপীঠ এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সংগঠনের দাবি এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে।
দেবাশিস দাস বলেন, ‘‘অল্প টাকায় আমাদের কাজ করানো হচ্ছে। কেউ কেউ ২০২০ সাল থেকে টাকা পাচ্ছেন না। আমাদের দাবি, অবিলম্বে টাকা দিতে হবে এবং হাইকোর্টের রায় অনুযায়ী তা দিতে হবে।‘‘ দাস আরও বলেন, ‘‘অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে এবং অবসরের পর সরকারি সুযোগ সুবিধা আওতায় তাদের আনতে হবে।’’
এদিনের ডেপুটেশন কর্মসূচিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, এই কর্মীদের লড়াইয়ের পাশে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আইনি লড়াইতেও সহায়তা করা হবে।

Comments :0

Login to leave a comment