রাহুল গান্ধী ন্যায় যাত্রায় পদে পদে বাধা। দুদিন বিরতির পর রবিবার ফের শুরু হয়েছে রাহুল গান্ধীর পদ যাত্রা। জলপাইগুড়ি, শিলিগুড়ি পরিক্রমা করবে এই যাত্রা। শিলিগুড়িতে সভাও করবেন কংগ্রেস সাংসদ।
কোচবিহার থেকে বৃহস্পতিবার যাত্রা শুরু দিনই তৃণমূলের বিরুদ্ধে নাগরিক মঞ্চের নাম করে বিক্ষোভ দেখানোর অভিযোগ তুলেছিল কংগ্রেস। এদিন সকালে জলপাইগুড়ি শহরে রাহুল গান্ধী একাধিক পোস্টার ছেঁড়া অবস্থা দেখা যায়। অভিযোগের তীর শাসক দলের দিকে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের দলীয় কর্মী সমর্থকরা যাতে এই পদযাত্রায় অংশ নিতে না পারে তার জন্য বাঁধা দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে।
এই যাত্রা ৬,৭১৩ কিলোমিটার পথ অতিক্রম করবে, যার বেশিরভাগই বাসে এবং পায়ে হেঁটে। এটি প্রায় ১০০ টি লোকসভা আসন এবং ৩৩৭ টি বিধানসভা কেন্দ্র কভার করবে। কংগ্রেসের লক্ষ্য ভৌগোলিক পার্থক্য ঢাকতে এবং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করা।
Bharat nyay yatra
রাজ্যে ফের রাহুলের যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
×
Comments :0