শ্রমিকের অধিকার কেড়ে নিতে মোদী সরকার চালু করেছে শ্রম কোড। জনবিরোধী শ্রমকোড বাতিল, ন্যায্য মজুরি এবং কৃষকদের অধিকার রক্ষার দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও রাজ্যজুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। সেই ধর্মঘটের সমর্থনে শুক্রবার বিকেলে ধূপগুড়িতে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। এদিন মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শুক্রবার বিকেল ৪টে নাগাদ ধূপগুড়ি ব্লক সমন্বয় কমিটির আহ্বানে এই কর্মসূচি শুরু হয়। মিছিলটি ধূপগুড়ি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক ও কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে মিছিলটি স্থানীয় স্টেট ব্যাঙ্কের সামনে এসে শেষ হয় এবং সেখানেই একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষক নেতা প্রাণ গোপাল ভাওয়াল বলেন, ‘‘বর্তমান সরকার কর্পোরেটদের স্বার্থে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। এই লড়াই শুধু শ্রমিকের নয়, এই লড়াই বাঁচার লড়াই।’’ শ্রমিক নেতা সন্তোষ রায় এবং খেত মজদুর নেতা রুস্তম আলি উভয়েই ১২ ফেব্রুয়ারির ধর্মঘটকে ঐতিহাসিক রূপ দেওয়ার আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি দেন যে, শ্রমকোড বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও তীব্রতর হবে।
সভার শেষে নেতৃত্বরা সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে শামিল হয়ে কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্যের উদাসীনতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান।
Strike Rally
ধর্মঘট সফল করার ডাক দিয়ে ধূপগুড়িতে মিছিল ও পথসভা
×
Comments :0