Balurghat

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বালুরঘাটে

জেলা

চকোলেটের লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানা এলাকায়। ঘটনায় অভিযুক্ত শঙ্কর দাসকে  গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। শুক্রবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পড়ুয়া বাড়ির পাশেই টিউশন পড়তে গিয়েছিল। পড়ার মাঝে খাতা আনতে বাড়িতে গিয়েছিল৷ সেই সময় ভালো চকোলেট দেওয়ার নাম করে অভিযুক্ত শঙ্কর দাস সেখান থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যায়। অভিযোগ সেখানেই তাকে ধর্ষণ করে অভিযুক্ত৷ নির্যাতিতা শিশুটির আর্তনাদে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে এসে অভিযুক্ত শঙ্কর দাসকে বিবস্ত্র অবস্থায় ধরে ফেলে৷ তারাই খবর দেয় বালুরঘাট থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে বালুরঘাট থানার পুলিশ। 
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীর পরিবার ও স্থানীয়রা।

Comments :0

Login to leave a comment