WAQF BILL

সংসদে পেশ হলো ওয়াকফ বিল, চলছে আলোচনা

জাতীয়

বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি জানিয়েছেন একাধিক সংশোধনী কেন্দ্রের এই প্রস্তাবিত বিলের ওপর এসেছে। তা নিয়ে বিস্তারিত আলোচনাও করেছে যৌথ সংসদীয় কমিটি। কেন্দ্রীয় মন্ত্রী বিল লোকসভায় পেশ করার সাথে সাথেই বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলের সাংসদরা। তাদের দাবি ওয়াকফ বিলের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। রিজিজু দাবি করেন বিরোধীরা এই বিল নিয়ে ভ্রান্ত প্রচার করেছেন। মানুষকে ভুল বোঝাচ্ছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলে বসেন, ‘‘নরেন্দ্র মোদী আটকেছে বলে তাই না হলে সংসদ ওয়াকফের সম্পত্তিতে পরিনত হতো।’’ কেন্দ্রীয় মন্ত্রীর সংসদে দাঁড়িয়ে এই মন্তব্য বুঝিয়ে দিচ্ছে সংখ্যালঘুদের সম্পর্কে কেন্দ্রীয় সরকারের মনোভাব।
বর্তমান ওয়াকফ আইনের ৪০ নম্বর ধারা অনুযায়ী, যে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার এত দিন ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনও আধিকারিকের হাতে। 
এর পাশাপাশি নতুন বিলে ওয়াকফ বোর্ডে দুই অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তির কথাও বলা আছে। বিজেপির দাবি তাদের এই বিল কোন ভাবেই সংখ্যালঘু বিরোধী না। যারা এর বিরোধিতা করছে তারা মুসলিম বিরোধী।
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, এই বিল অসাংবিধানিক। 
বিরোধীদের বিক্ষোভের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিরোধীদের দাবি মেনেই সরকার যৌথ সংসদীয় কমিটিতে বিল পাঠায়। তার দাবি কংগ্রেস সরকারের সময় যৌথ সংসদীয় কমিটিতে কোন আলোচনার সুযোগ থাকতো না। কিন্তু এই কমিটিতে আলোচনা এবং সংশোধনী দেওয়ার সুযোগ সবাই পেয়েছে। বিরোধীরা যদিও স্পষ্ট করেই বলেছেন যে কমিটিতে তাঁদের সংশোধনী খারিজ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment