Murshidabad

বহরমপুরে স্কুটি-ডাম্পারের সংঘর্ষে নিহত ৩

জেলা

স্কুটি ও ডাম্পারের সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের তিন সদস্যের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুরের চারাতলা এলাকায় বহরমপুর কান্দি রাজ্যে সড়কের ওপর। পুলিশ জানিয়েছে মৃতদের নাম, হাসানুর রহমান(২৯) তাঁর স্ত্রী স্নেহানুরনেশা ইসলাম(২৬) তাদের সন্তান রাহাত রহমান(৫)। বড়ঞা থানার অন্তর্গত গোপীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে স্কুটিতে করে এদিন স্ত্রী ও ছেলেকে নিয়ে বহরমপুরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন হাসানুর রহমান। পথেই একটি ডাম্পার সামনে থেকে স্কুটিতে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন তিন জন। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী স্ত্রীর। স্থানীয়রা ঘটনাটস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত রাহাতকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment