আজ ৫ফেব্রুয়ারি। আজ থেকে প্রায় ৪০ বছর আগে ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে আর পাঁচটা শিশুর মত তার জন্মগ্রহণটি খুব সাধারণ ছিলনা। জন্মের আগে থেকেই তাকে যেতে হয়েছিল লড়াইয়ের মধ্যে দিয়েই। তার বাবা জোসে অ্যাভেইরো মাদেইরার স্থানীয় আন্দোরিনহা ক্লাবের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। খুবই দারিদ্রতার মধ্যে দিয়েই কাটতো তার এবং তার স্ত্রী মারিয়া অ্যাভেইরোর জীবন। প্রচণ্ড মদ্যপান করাটা ছিল তার বদভ্যাস। রোনাল্ডোর দাদা হুগো তার থেকে প্রায় ১০ বছরের বড়। প্রচণ্ড দারিদ্রতার দরুণ অ্যাভেইরো দম্পতি দ্বিতীয় সন্তান নেওয়ার ঝুঁকি নিতে চাইছিলেন না। তবে ফুনচালের সেই ডাক্তার মারিয়ার গর্ভপাত করাননি। তখন কেই বা জানত যে সন্তানকে মারিয়া জন্ম দিতে চাননি। সেই একদিন শাসন করবে গোটা ফুটবল দুনিয়াকেই।
মাত্র ১৫ বছর বয়সেই পড়াশোনার পাট চুকিয়ে যোগ রোনাল্ডো যোগ দিয়েছিলেন আন্দোরিনহাতে । তারপর স্পোর্টিং সিপিতে খেলার সময়ই নজরে আসেন স্যার আলেক্স ফার্গুসনের। বাকিটা ইতিহাস। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মোট ১৯৬ টি গোল করেছিলেন ছয় বছরে । জিতেছিলেন প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়ন্স লীগ, এফএ কাপ ও কমিউনিটি শিল্ড। ২০০৯ এ রিয়াল মাদ্রিদে আসার পর মাদ্রিদের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ৪৫১ গোল করে। তারপর জুভেন্টাসেও করেছিলেন ১০১ টি গোল। ম্যানচেস্টারে তার দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪০ টি গোল। বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। এই ক্লাবে খেলে করেছেন ৬৪ টি গোল। বর্তমানে তার গোলসংখ্যা ৯২৩ । ১০০ ০ গোলের গন্তব্যে পৌঁছাতে বাকি এখন অনেক পথ।
Comments :0