Salim Rahul Gandhi

রাহুলের সঙ্গে বৈঠক সেলিমের

জাতীয় রাজ্য

‘‘লড়াই আরএসএস, বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি আরএসএসের বিরুদ্ধে না বলে রাহুল গান্ধী, কংগ্রেস, অধীর চৌধুরি, সেলিমের বিরোধীতা করে যাচ্ছেন কেন?’’ মূর্শিদাবাদে রাহুল গান্ধীর ভারত জোড় ন্যায় যাত্রায় অংশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে পাশে নিয়ে একথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

জঙ্গীপুরের পিয়ারাপুরের আমবাগানে রাহুল গান্ধীর সঙ্গে কথা সিপিআই (এম) নেতৃত্বের বৈঠক। ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, জামির মোল্লা, শতরূপ ঘোষ, সোমনাথ ভট্টাচার্য।

সেলিম বলেন, ‘‘আমরা চেষ্টা করছি গোটা দেশে বিজেপি বিরোধী দল গুলোকে ঐক্যবদ্ধ করার। এই রাজ্যে মমতা পিছন থেকে সেই ঐক্যকে ভাঙছে। বামপন্থীরা এবং কংগ্রেস প্রথম থেকেই আরএসএসের বিরুদ্ধে লড়াই করে আসছে। তৃণমূলের জন্ম আরএসএসের সাহায্য। ওরা আরএসএসের বিরুদ্ধে যেতে পারবে না। কারণ ওরা কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে বিজেপির সাথে যাওয়ার জন্য।’’ তিনি বলেন, ‘‘তৃণমূলের লাশ আমরা বহন করবো না।’’ 

 

মমতা ব্যানার্জি প্রতিটি সভা থেকে লাগাতার আক্রমন করছেন বামপন্থীদের এবং কংগ্রেসকে। বামপন্থী এবং কংগ্রেসের ওপর জোট ভাঙার দায় চাপাতে চাইছেন তিনি। এই প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘এখন উনি বাহানা করছেন অন্যকে দোষ দিচ্ছেন নিজের ভাইপোকে বাঁচানোর জন্য। মমতা অধীর বা সেলিমের কাঁধে বন্দুক রাখতে চাইছ, আমরা মমতার মতো ভাড়ায় খাটি না।’’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, ‘‘সবাই জানে গায়ের জোড়ে পঞ্চায়ের দখল করেছে তৃণমূল। ভোট লুঠ করেছে। লোকসভা নির্বাচনে ওদের ভোট লুঠ করতে দেবো না।’’

এদিন ভারত জোড় ন্যায় যাত্রা কর্মসূচি থেকে ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন সেলিম। তিনি বলেন, ‘‘এই রাজ্যে একজন শাহজাহানকে ধরতে পারে না ইডি, সিবিআই। অন্যদিকে রাতারাতি একজন মুখ্যমন্ত্রীকে ধরে নিল। চিদাম্বরমের বাড়ির পাঁচিল টোপকে সিবিআই ঢুকে গেলো। আর অভিষেক ব্যানার্জিকে নিয়ে কিছু বলছে না। বোঝাই যাচ্ছে সেটিং কোথায় হয়ে আছে।’’

আসামে রাহুলের এই পদযাত্রার ওপর বার বার আক্রমণ হয়েছে। এই রাজ্যেও প্রশাসনের বিরুদ্ধে বার বার অসহযোগীতার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গ টেনে সেলিম বলেন, ‘‘আসামে হেমন্ত বিশ্বশর্মা যেই রুট দেখিয়েছে সেটা মানছে মমতা ব্যানার্জি। আমরা আজ এখানে এসেছি বার্তা দিতে যে আমরা ন্যায়ের পক্ষে আছি।’’

Comments :0

Login to leave a comment