SFI VISVA BHARATI

বৃহস্পতিবার এসএফআই’র বিশ্বভারতী অভিযান

রাজ্য

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা অচলাবস্তা এবং একাধিক ছাত্র বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্বভারতী অভিযানের ডাক দিয়েছে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। 

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীকে নিজেদে কবজায় আনার জন্য উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ব্যাবহার করছে আরএসএস। অনৈতিক ভাবে ছাত্রদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়াই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোন ছাত্র বা অধ্যাপক যদি উপাচার্যের সিদ্ধান্তের বিরোধীতা করেছেন তো তাঁকে সাসপেন্ড করা হয়েছে বা ছাঁটাই করা হয়েছে।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সোমনাথ সৌয়ের ভর্তি বাতিল করা হয়েছে। তার সাথে অনৈতিক ভাবে সাসপেন্ড করা হয়েছে ছয়জন পড়ুয়াকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিকবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্বভারতী। সে সময় ছাত্র বিক্ষোভ সামলাতে উপাচার্যের উপস্থিতিতে নিরাপত্তা কর্মীদের দিয়ে মারাও হয়েছে ছাত্রদের। সম্প্রতি ছাত্রদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ করলে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বহিস্কার করা হয়।

এই সব ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্বভারতী অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে এসএফআই নেতৃত্ব।  

Comments :0

Login to leave a comment