অনিল কুণ্ডু : বিষ্ণুপুর
সরকারি কর্মচারীরা আক্রান্ত। রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিথ্যাচার করছে। কর্মসংস্থানের প্রশ্নে কেউই প্রতিশ্রুতি মতো দায়িত্ব পালন করেনি। সাধারণ মানুষকে একইভাবে শোষণ করছে। অরাজকতা, দুর্নীতি চলছে। আসন্ন নির্বাচনে এই দুই শক্তিকে পরাস্ত করতে হবে। ১৪ মার্চ নবান্ন অভিযান কর্মসুচি হবে। শনিবার বিষ্ণুপুরের আমতলায় এক সংক্ষিপ্ত সভায় এই আহ্বান জানান রাজ্য কো—অর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় নেতা চুনীলাল মুখার্জি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এরাজ্যের দুর্নীতিগ্রস্তদের আড়াল করছে। ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার দুপুরে অধিকার যাত্রা ২২তম দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রবেশ করে। এদিন সোনারপুরের কামালগাজী থেকে অধিকার যাত্রা পৌঁছয় বিষ্ণুপুরের আমতলা মোড়ে। অধিকার যাত্রায় অংশগ্রহণকারী পদযাত্রীদের সংবর্ধিত করা হয়। আমতলায় মিছিলের পুরোভাগে ছিলেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সভাপতি মানস দাস, কেন্দ্রীয় নেতা চুনীলাল মুখার্জি, জেলা সম্পাদক রজত সাহা, এবিপিটিএ রাজ্য সহ সভাপতি দেবাশিস দত্ত, এবিটিএ জেলা সম্পাদক অনুপম রায়, কৃষক নেতা সুফল পাল, ১২ই জুলাই কমিটির তরফে মনোজ ব্যানার্জি প্রমুখ। আমতলা মোড় থেকে অধিকার যাত্রা ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ফলতার দোস্তিপুর, সরিষাহাট, লালপোল হয়ে এদিন পৌঁছয় ডায়মন্ডহারবারে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটির আহ্বানে পাহাড় থেকে সাগর ‘অধিকার যাত্রা’ কোচবিহার থেকে শুরু হয় গত ১৭ ফেব্রুয়ারি। উত্তর ২৪ পরগনা জেলা হয়ে এদিন অধিকার যাত্রা দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রবেশ করে। কামালগাজীতে আয়োজিত সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সিআইটিইউ নেতা গৌতম দত্ত। প্রতিটি জায়গায় মিছিলে অংশগ্রহণকারী পদযাত্রীদের সংবর্ধিত করা হয়। ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার্স সমিতি, ১২ই জুলাই কমিটি, পঞ্চায়েত যৌথ কমিটি, শিক্ষক, শ্রমিক, কৃষকরা। বিভিন্ন জায়গায় আয়োজিত সভায় রাস্তার ধারে বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এদিন ডায়মন্ডহারবারে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মানস দাস, ১২ই জুলাই কমিটির জেলা যুগ্ম আহ্বায়ক মনোজ ব্যানার্জি প্রমুখ।
Comments :0