MALDAH STRIKE CONVENTION

পরিবহণ শ্রমিকদের স্ট্রাইক কনভেনশন মালদহে

জেলা

বুধবার মালদহ শহরের রথবাড়ি মোড়ে স্ট্রাইক কনভেনশন। ছবি: উৎপল মজুমদার

পরিবহণ শ্রমিকদের স্বার্থবিরোধী ভারতীয় ন্যায় সংহিতার দানবীয় ১০৬ ধারার  (১), (২) বাতিল করা, এম ভি এ্যাক্ট ২০১৯ শ্রমিক স্বার্থে সংশোধন করা, পরিবহণ শ্রমিকদের আগের মতো সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করার দাবিতে আগামী ৫ মার্চ রাজ্য জুড়ে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সিআইটিইউ, আইএনটিইউসি,  এআইটিইউসি, ইউটিইউএসি,এআইসিসিটিইউ, টিইউসিসি। 
বুধবার বিকেলে মালদহ শহরের রথবাড়ি মোড়ে অনুষ্ঠিত হল প্রকাশ্য স্ট্রাইক কনভেনশন। কনভেনশন পরিচালনা করেন রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম।
কনভেনশনে পরিবহণ শ্রমিকদের স্বার্থরক্ষায় ৫ই মার্চ  রাজ্য ব্যাপী পরিবহন ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে  ভাষণ দেন সভার সভাপতি নুরুল ইসলাম সহ গৌতম গুপ্ত, কালিসাধন রায়, গোপাল সিকদার, সমীর সরকার, দেবজ্যোতি সিনহা, মহম্মদ এব্রাহিম, কৃষ্ণ ঘোষ, কৌশিক মিশ্র প্রমুখ। 
নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একের পর এক কৃষক  শ্রমিক, শ্রমজীবী এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী ও হয়রানিমূলক সিদ্ধান্ত নিচ্ছে। অন্য দিকে কর্পোরেট স্বার্থবাহী নীতি গ্রহণ করে চলেছে। পরিবহণ শ্রমিক স্বার্থবিরোধী নীতির রূপায়নের মধ্য দিয়ে পরিবহন কর্মীদের জীবনে সংকট নামিয়ে এনেছে। দেশজুড়ে ধর্মঘট পালিত হয়েছে। রাজ্যে তখন পরীক্ষা থাকায় এই ধর্মঘট হবে ৫ মার্চ।

Comments :0

Login to leave a comment