Punishment Student Death

স্কুলে শাস্তি ওঠবস, মৃত্যু ১০ বছরের ছাত্রের

জাতীয়

স্কুল চত্বরেই খেলছিল চার বন্ধু। শিক্ষক শাস্তি দেন চারজনকেই। ওঠবস করতে বলা হয়। তার মধ্যেই অচেতন হয়ে পড়ে ১০ বছরের এক ছাত্র। পরে হাসপাতালে মারাও যায়। 

ওডিশার জাজপুরে এক ছাত্রের মৃত্যুতে এমনই অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় কুয়াখিয়া থানা যদিও জানিয়েছে ছাত্রের বাড়ির কেউ বা স্কুল কর্তৃপক্ষ কোনও অভিযোগ দায়ের করেনি। 

স্থানীয়দের বক্তব্য, জাজপুরের ওরালি গ্রামে সূর্য নারায়ণ নোডাল আপার প্রাইমারি স্কুলের ছাত্র রুদ্র নারায়ণ সেথি। মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ খেলার সময় শিক্ষকের নজরে পড়ে যায়। ওঠবসের সময়েই পড়ে যায়। দ্রুত খবর যায় ওরলিতে তার বাড়িতে। অভিভাবক এবং শিক্ষকরা নিয়ে যান কমিউনিটি সেন্টারে। তারপর মঙ্গলবার রাতেই নিয়ে যাওয়া হয় কটকে এসসিবি মেডিক্যাল কলেজে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

সংশ্লিষ্ট রসুলপুর ব্লকের শিক্ষা আধিকারিক সংবাদমাধ্যমের প্রশ্নে জানিয়েছেন যে ঘটনা সবিস্তারে দেখা হচ্ছে। দোষ মিললে শাস্তি দেওয়া হবে। 

Comments :0

Login to leave a comment