T20 world cup 2022

পাকিস্তানকে চিন্তায় রাখছে বাবরদের ছন্দ

খেলা

T20 world cup 2022

বুধবার টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। সিডনিতে ফাইনালে ওঠার লড়াইয়ে সম্মুখ সমরে দু’দল। শেষবার দু’দল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেই ম্যাচে শেষ হাসি হেসেছিল পাকিস্তান। এছাড়াও ১৯৯২’তে প্রথম ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়াতে। সেবার পাকিস্তানকে জিতিয়েছিল ইনজামাম উল হকের অবিশ্বাস্য ব্যাটিং। এই টি-২০ বিশ্বকাপেও অবিশ্বাস্যভাবেই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। নিউজিল্যান্ড এসেছে ফেভারিট হিসাবে। শেষ তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালিস্টরা নামবে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে। তেমনই, আনপ্রেডিক্টেবল পাকিস্তান মরিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে অতীতের রেকর্ড রাখতে। 
পাকিস্তানকে চিন্তায় রাখবে তাঁদের ওপেনারদের ফর্ম। বাবর আজম, মহম্মদ রিজওয়ান নিজেদের মেলে ধরতে ব্যর্থ। তবে মিডল অর্ডারের ব্যাটাররা ধারাবাহিকভাবে রান করেছে। অন্যতম, ইফতিকার আহমেদ, শান মাসুদ। শেষ দু’টি ম্যাচে দ্রুত রান তুলে নিজের জাত চিনিয়েছেন মহম্মদ হ্যারিস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যামিও খেলেছিলেন শাদাব খান। তবে, ফিনিশার হিসাবে আসিফ আলিরা মহম্মদ নওয়াজ রান পায়নি। নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের বিরুদ্ধেও কড়া চ্যালেঞ্জের সামনে পড়বেন বাবররা। নতুন বলে সুইং করাতে পারে নিউজিল্যান্ডের বোলাররা। পাক শিবিরে শুরুতেই আঘাত হানতে চাইবে নিউজিল্যান্ড। পাকিস্তানের দুই ওপেনার সামাল দিতে না পারলে চাপ আসবে মিডল অর্ডারের উপর। বড় ম্যাচে বাবরের কাছে রান চাইছেন টিম ম্যানেজমেন্ট। মিডল ওভারেও কিউয়ি স্পিন জুটি সোধি-স্যান্টনার রান আটকানোর পাশাপাশি নিয়ম করে উইকেট তুলছেন। মিডল অর্ডারের কাছে সহজে রান বের করা কঠিন হয়ে দাঁড়াবে। পাকিস্তানের ব্যাটিংয়ের তুলনায় বোলিং ভরসাদায়ক। হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহরা যে কোনও ব্যাটারদের কাছে ত্রাস। শাহিন ছন্দে ফিরেছেন। 
অন্যদিকে, দল হিসাবে পারফরম্যান্স করে সেমিফাইনালে নিউজিল্যান্ড। কোনও ম্যাচে ওপেনাররা রান পেয়েছে। যেদিন টপ অর্ডার ব্যর্থ হয়েছে সেদিন মিডল অর্ডার উতরে দিয়েছে। ফিন অ্যালেন পাওয়ার প্লে’ দারুণভাবে কাজে লাগাচ্ছেন। কেনওয়ে ছন্দে। গ্লেন ফিলিপস রয়েছেন স্বপ্নের ফর্মে। সবচেয়ে বড় কথা, কেন উইলিয়ামসন আগের ম্যাচে রান পেয়েছেন। চোট সারিয়ে স্বমহিমায় গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের নায়ক ড্যারিল মিচেল। সিডনিতে, বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ধস নামিয়ে ছিলেন বোল্ট-সাউদি জুটি। সেমিফাইনাল এসসিজি’তে। সেই ম্যাচের পুনরাবৃত্তির চেষ্টা করবেন এই অভিজ্ঞ দুই বোলার।
নিউজিল্যান্ড : পাকিস্তান 
(ম্যাচ শুরু দুপুর ১.৩০)
 

Comments :0

Login to leave a comment