জানা গিয়েছে, বৃহস্পতিবার শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি। পিছন থেকে একটি লরি সজোরে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয়। উত্তেজিত জনতা ঘাতক লরি সহ কয়েকটি লরিতে ভাঙচুর চালায়। দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পরে। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ করে জনতা। বেপরোয়া লরি চালানোর ফলে এই দূর্ঘটনা বলে অভিযোগ। দূর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। টোটোয় থাকা এক যাত্রীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের উদ্ধার করা যায়নি এখনও।
ঘটনাস্থলের উদ্দেশ্যে চন্দননগর পুলিশের উচ্চ পদস্থ কর্তারা গিয়েছেন। তবে টোটো চালক সহ তিন জন যাত্রীর মৃত্যুর হয়েছে। বাঙ্গীহাটির দূর্ঘটনায় মৃতদের নাম ডাক্তার ঋষিকেশ সিং(৪২) লক্ষ্মী সিং(৪০), বড় মেয়ে ঋতিকা সিং(১৬), ছোট মেয়ে নিধি সিং(৯) আহত, সেখ হাসমত আলি (টোটো চালক)। তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা রেফার করা হয়েছে।
Comments :0