রাজস্থানের একটি প্রাপ্তবয়স্ক বাঘ মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে (কেএনপি) প্রবেশ করেছে বলে জানিয়েছে ওই রাজ্যের বনদপ্তরের আধিকারিকরা। কুনো ন্যাশনাল পার্কে আফ্রিকা থেকে চিতা আনা হয়েছে ভারতে তাদের জনসংখ্যা বৃদ্ধির জন্য।
পার্কের পক্ষ থেকে উত্তম শর্মা পিটিআই-কে জানিয়েছেন, দুই তিন দিন আগে পার্কের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে।
তবে বাঘ প্রবেশ করায় চিতাদের কোন সমস্যা হবে না কারণ চিতাদের পার্কে ‘বোমাস’এ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, আনুমানিক তিন বছর বয়সী বাঘটি রাজস্থানের রণথম্বোর টাইগার রিজার্ভ থেকে সুরক্ষিত বনে প্রবেশ করেছে।
কুনো পার্ক কর্তৃপক্ষের কথায় চিতাবাঘরাও বাঘকে ভয় পায় এবং তাদের প্রতি খুব সতর্ক থাকে। কুনো জাতীয় উদ্যান ৭৮৪ বর্গ কিমি জুড়ে বিস্তৃত। এছাড়াও, এটির একটি বাফার এলাকা ৪৮৭ বর্গ কিমি।
পশু বিশেষঞ্জদের কথায় একটি পুরুষ বাঘের গড় ওজন প্রায় ২০০ কেজি, যেখানে একটি পুরুষ চিতার ওজন ৫৫ থেকে ৬০কেজি।
গত বছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা বাঘ আনা হয় যার মধ্যে পাঁচটি মহিলা চিতা এবং তিনটি পুরুষ চিতা ছিল। ফেব্রুয়ারি মাসে আরও ১২টি চিতা আনা হয় এবং চারটি শাবকের জন্ম হয়। যার ফলে পার্কে চিতার সংখ্যা হয় ২৪। কিন্তু মার্চ মাস নাগাদ হঠাৎ করেই নয়টি পূর্ণ বয়স্ক চিতা সহ তিনটি শাবকের মৃত্যু হয়। যার ফলে চিতার সংখ্যা কমে হয় ১৪।
Comments :0