তৃণমূল আছে তৃণমূলেই। মায়ের তলার মাটি আলগা হতেই ফের সেই চেনা পথই নিতে শুরু করেছে শাসকদল লক্ষ্য সেই সিপিআই(এম)ই। সিপিআই(এম) কর্মীদের প্রচারে বাঁধা-মারধর শুরু করে দিয়েছে বোলপুরে। প্রতিবাদে তৃণমূলী দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে শান্তিনিকেতন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে সিপিআই(এম)। অভিযোগ, তৃণমূল নেতা বাবু দাস ও কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামনের নেতৃত্বে সিপিআইএমের কর্মীদের প্রচার করতে বাধা দেওয়া , মারধর করা হয়েছে। সিপিআই(এম) বীরভূম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বকুল ঘোরুইয়ের অভিযোগ, "আমাদের কর্মীরা প্রচারে গিয়েছিল বোলপুরের গোয়ালপাড়া ও লায়েকবাজার এলাকায়৷ সেই সময় তৃণমূলের লোকজন বাধা দেয়, মারধর করে ৷ জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে ওদের, তাই এই রকম করছে৷ থানায় অভিযোগ করা হয়েছে, গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন হবে। কমিশনেও অভিযোগ করব।" দু দিন বাদেই চতুর্থ দফায় বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন৷ এই কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী শ্যামলী প্রধান। অভিযোগ, দলীয় প্রার্থীর সমর্থনে শান্তিনিকেতনের গোয়ালপাড়ার দিকে প্রচারে গিয়েছিল বিশ্বভারতীর ছাত্র তথা এসএফআইয়ের সদস্যরা। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা তথা বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাসের নেতৃত্বে লোকজন বাধা দেয়। এমনকি, মারধর করে। অন্যদিকে, বোলপুরের লায়েকবাজারের দিকে প্রচারে যায় সিপিআই(এম) কর্মীরা। সেই সময় কঙ্কাকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন শেখের নেতৃত্বে লোকজন বাধা দেয়৷
প্রতিবাদে শুক্রবার শান্তিনিকেতন থানা ঘেরাও করে সিপিআই(এম)’র নেতা-কর্মীরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পরে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল নেতাদের নামে।
TMC ATTACK IN BOLPUR
বোলপুরে প্রচারে বাধা, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
×
Comments :0