TMC ATTACK IN BOLPUR

বোলপুরে প্রচারে বাধা, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জেলা লোকসভা ২০২৪

তৃণমূল আছে তৃণমূলেই। মায়ের তলার মাটি আলগা হতেই ফের সেই চেনা পথই নিতে শুরু করেছে শাসকদল লক্ষ্য সেই সিপিআই(এম)ই। সিপিআই(এম) কর্মীদের প্রচারে বাঁধা-মারধর শুরু করে দিয়েছে বোলপুরে।  প্রতিবাদে তৃণমূলী দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে শান্তিনিকেতন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে সিপিআই(এম)। অভিযোগ, তৃণমূল নেতা বাবু দাস ও কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামনের নেতৃত্বে সিপিআইএমের কর্মীদের প্রচার করতে বাধা দেওয়া , মারধর করা হয়েছে।  সিপিআই(এম) বীরভূম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বকুল ঘোরুইয়ের অভিযোগ, "আমাদের কর্মীরা প্রচারে গিয়েছিল বোলপুরের গোয়ালপাড়া ও লায়েকবাজার এলাকায়৷ সেই সময় তৃণমূলের লোকজন বাধা দেয়, মারধর করে ৷ জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে ওদের, তাই এই রকম করছে৷ থানায় অভিযোগ করা হয়েছে, গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন হবে। কমিশনেও অভিযোগ করব।" দু দিন বাদেই  চতুর্থ দফায়  বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন৷ এই কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী শ্যামলী প্রধান। অভিযোগ, দলীয় প্রার্থীর সমর্থনে শান্তিনিকেতনের গোয়ালপাড়ার দিকে প্রচারে গিয়েছিল বিশ্বভারতীর ছাত্র তথা  এসএফআইয়ের সদস্যরা। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা তথা বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাসের নেতৃত্বে লোকজন বাধা দেয়। এমনকি, মারধর করে।  অন্যদিকে, বোলপুরের লায়েকবাজারের দিকে প্রচারে যায় সিপিআই(এম) কর্মীরা। সেই সময় কঙ্কাকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন শেখের নেতৃত্বে লোকজন বাধা দেয়৷ 
প্রতিবাদে শুক্রবার শান্তিনিকেতন থানা ঘেরাও করে সিপিআই(এম)’র নেতা-কর্মীরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পরে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল নেতাদের নামে।

Comments :0

Login to leave a comment