South 24 Pargana

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বুথ দখল, ছাপ্পা
সন্ত্রাসকে মোকাবিলা করে প্রতিরোধও গড়ে তুলছে মানুষ

রাজ্য পঞ্চায়েত ২০২৩

ভাঙড়ে ভোট শুরুর মুখেই গুলি চললো। গুলিবিদ্ধ হয়েছেন একজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙড়ের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আহত দুই শিশু। তাদের জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোমা গুলি যেমন চলছে তার সাথে বিরোধীদের ভোট দিতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমুলের বিরুদ্ধে। আইএসএফ প্রার্থীকে ঘরে তালা মেরে রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় কোন কেন্দ্রীয় বাহিনী নেই বলে জানিয়েছেন সাধারণ মানুষ। ভাঙড়ের কাশিপুরে আইএসএফ প্রার্থীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ তুলে দক্ষিণ কাশিপুরে রাস্তা অবরোধ করছেন আইএসএফ কর্মী সমর্থকরা। 

কুলতলির মেরিগঞ্জ বুথ নম্বর ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ,১৫ (কুলতলি) বুথ গুলোতে বিরোধী এজেন্টদের বার করে দিয়ে অবাধে ছাপ্পা চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ডায়মন্ডহারবারের নুরপুর গ্রাম পঞ্চায়েতের ২৬ টি বুথের আঠাশটি আসনে মধ্যে ১,,৭ ৯,১০,১৫-,১৬-,১৭, ১৮ ,২১, ২৬,২৭,২৮ নম্বর বুথে পোলিং এজেন্টদের হুমকি এবং বলপুর্বক বুথ থেকে বার করে দিয়ে ছাপ্পা ভোট চালাচ্ছে শাসক দল। কোন কোন বুথে আগের দিন রাত্রেই ভোট পড়ে গিয়েছে। রায়চক বুথসহ কিছু বুথে প্রতিরোধ হলেও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা পাওয়া যায়নি। ভবানীপুর ৯ বুথে কিছু ভোটার ভোট দিতে গেলে তাদের ভোট পড়ে গেছে বলা হয়।

জয়নগর বিধানসভার অন্তর্গত গড়দেওয়ানি পঞ্চায়েতর অধিকাংশ বুথে চলছে দেদার ছাপ্পা ভোট। উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার বিস্তির্ন এলাকায় কোন কেন্দ্রীব বাহিনী নেই। রাজ্য পুলিশ থাকলেও তারা কোন কাজ করছে না বলেই অভিযোগ মানুষের। 

Comments :0

Login to leave a comment